শেষ মুহূর্তে বিসিএস পরীক্ষা বন্ধ সম্ভব নয়: পিএসসি চেয়ারম্যান

শেষ মুহূর্তে বিসিএস পরীক্ষা বন্ধ সম্ভব নয়: পিএসসি চেয়ারম্যান

অনলাইন ডেস্ক

শুক্রবার (১৯ মার্চ) অনুষ্ঠিত হচ্ছে ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। এই পরীক্ষার সকল প্রস্তুতি গ্রহণ করার পর ‘এই মুহূর্তে পরীক্ষা বন্ধ করা খুবই কঠিন’ বলে জানিয়েছেন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন।

বুধবার রাতে গণমাধ্যমকে এ কথা জানান পিএসসি চেয়ারম্যান।

এর আগে মঙ্গলবার (১৬ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে কোভিড-১৯ প্রতিরোধ ও বর্তমানে করণীয় সম্পর্কে জরুরি সভায়, সব ধরনের পাবলিক পরীক্ষা বন্ধ রাখাসহ ১২টি সুপারিশ করা হয়।

আরও পড়ুন


মাওলানা মামুনুল হককে কটূক্তি: গ্রামবাসীর হামলায় ক্ষতিগ্রস্তদের পাশে র‌্যাব

মওদুদের মৃত্যুতে বসুরহাটে কাদের মির্জার ৩ দিনের শোক ঘোষণা

যে আমল করলে আল্লাহ রিজিক বাড়িয়ে দেন

সূরা ইয়াসিন পাঠের ফজিলত ও গুরুত্ব


এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, ‘এই মুহূর্তে পরীক্ষা বন্ধ করা খুবই কঠিন। স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ’

পিএসসি সূত্রে জানা গেছে, বুধবার (১৭ মার্চ) সন্ধ্যা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের কোনও প্রস্তাবনা সম্পর্কে জানতে পারেনি পিএসসি। মঙ্গলবার অধিদপ্তরের নেয়া সিদ্ধান্ত বুধবার (১৭ মার্চ) গণমাধ্যমকর্মীদের কাছ থেকে জানতে পারে পিএসসি।

news24bd.tv আহমেদ