‘খেলা হবে’ স্লোগানকে সামনে রেখে মমতার ইশতেহার ঘোষণা

‘খেলা হবে’ স্লোগানকে সামনে রেখে মমতার ইশতেহার ঘোষণা

অনলাইন ডেস্ক

‘খেলা হবে’ স্লোগানকে সামনে রেখেই বিধানসভা নির্বাচনে দলের ইশতেহার ঘোষণা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার (১৭ মার্চ) কালিঘাটের নিজ বাড়ি থেকে এ ঘোষণা করেন তিনি।

গত ১০ বছরে পশ্চিমবঙ্গে তার সরকার ১১০ শতাংশ কাজ করেছে দাবি করেছেন তিনি, আবার নির্বাচিত হলে আগামি পাঁচ বছরে পাঁচ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার প্রতিশ্রুতি দেন তিনি।

তৃণমূল কংগ্রেসের এবারের ইশতেহারে ১০টির মতো নতুন প্রতিশ্রুতি আছে।

এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, রাজ্যের সব পরিবারকে বছরে ছয় হাজার টাকা প্রদান, শিক্ষার্থীদের জন্য ক্রেডিট কার্ড ও কৃষকদের বছরে ১০ হাজার টাকা প্রণোদনা। পাঁচ বছরে পাঁচ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির প্রতিশ্রুতিও দেন মমতা।


আরও পড়ুনঃ


যুক্তরাষ্ট্রকে কিমের বোন ইয়ো জংয়ের হুঁশিয়ারি

ট্রাম্পকে জিতিয়ে দিতে কাজ করেছেন পুতিন: গোয়েন্দা প্রতিবেদন

বিয়ের আসরেই পাত্রপক্ষের অভদ্রতা, বরকে তালাক কনের!

অবশেষে আড়ংয়ের দুঃখ প্রকাশ, সেই যুবককে চাকরির প্রস্তাব


মমতা বলেন, তৃণমূল ক্ষমতায় আসলে কারো রেশন নেওয়ার জন্য আর দোকানে আসতে হবে না। আমরা বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে দেব।

এ ছাড়াও শিল্প, শিক্ষা, স্বাস্থ্য ও বিদ্যুৎ ক্ষেত্রে বিশেষ প্রকল্পের কথা বলা হয়েছে এবারের ইশতেহারে। আগামি ২৭শে মার্চ রাজ্যটিতে বিধানসভার প্রথম দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

news24bd.tv / নকিব