জেল থেকে বের হয়ে যেন পুরোনো ছন্দে ফিরলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। সামাজিক মাধ্যমে বেশ সরব এই অভিনেত্রী। আজ সোমবার ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন নুসরাত ফারিয়া। ছবিতে মোহনীয় লুকে ধরা দেন তিনি। কালো পোশাকে গলায় জড়িয়েছেন মুক্তোর মালা, চুলে গুজেছেন লাল গোলাপ আর ঠোঁটে লাল লিপস্টিক। ছবির ক্যাপশন দিয়েছেন মাত্র তিন শব্দে। তিনি লিখেছেন- Roses, pearls, and power (গোলাপ, মুক্তা আর ক্ষমতা।) যদিও এই ক্যাপশন দিয়ে কি বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট করেননি অভিনেত্রী। বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় সম্প্রতি গ্রেপ্তার হয়েছিলেন নুসরাত ফারিয়া। পরে মঙ্গলবার (২০ মে) বিকেলে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি কারামুক্ত হন। কারামুক্ত হয়ে মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। এ সময় তার পাশে থাকার জন্য সবার...
মাত্র তিন শব্দে কিসের ইঙ্গিত দিলেন নুসরাত ফারিয়া?
অনলাইন ডেস্ক

দর্শকের মাথার ওপরেই ধসে পড়লো সিনেমা হলের ছাদ!
অনলাইন ডেস্ক

হরর ঘরানার সিনেমা ফাইনাল ডেস্টিনেশন: ব্লাডলাইনস দেখার সময় দর্শকদের মাথার ওপরেই ধসে পড়েছে সিনেমা হলের ছাদ। সোমবার (১৯ মে) স্থানীয় সময় রাত ৯টায় আর্জেন্টিনার লা প্লাটার সিনেমা ওচো হলে চলচ্চিত্র প্রদর্শনীর সময় এ দুর্ঘটনা ঘটে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছাদ ধসের ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, সিনেমা হলের মেঝে জুড়ে ছাদের টুকরো ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এছাড়াও ওই সময় দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, যদিও বড় ধরনের প্রাণহানি রিপোর্ট হয়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এর এক প্রতিবেদনে বলা হয়, ছাদের একটি বড় অংশ ধসে পড়ে ২৯ বছর বয়সী ফিয়াম্মা ভিলাভের্দের ওপর, যিনি তার ১১ বছরের কন্যা ও এক বন্ধুর সাথে সিনেমা দেখছিলেন। ফিয়াম্মা ভিলাভের্দে বলেন, প্রথমে আমরা ভেবেছিলাম এটি মুভিরই অংশ, কিন্তু পরে একটি বড় টুকরো আমার উপর...
শাকিবের সঙ্গে জুটি বাঁধতে চান তাসনিয়া ফারিণ
অনলাইন ডেস্ক

মেগাস্টার শাকিব খানের সঙ্গে বড় পর্দায় অভিনয়ের ইচ্ছা প্রকাশ করলেন ছোট পর্দার জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণ। সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাকিবের হাত ধরে এক মঞ্চে দাঁড়িয়ে এ ইচ্ছা প্রকাশ করেন অভিনেত্রী। এসময় ফারিণের সঙ্গে ছিলেন অভিনেতা আফরান নিশো, যাকে হাস্যরসের ছলে খোঁচাও দেন ফারিণ। এ নিয়ে ভাইরাল হওয়া একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে দারুণ সাড়া ফেলেছে। ভিডিওতে দেখা যায়, মূলত মঞ্চে আফরান নিশো ও ফারিণ দুইজন উপস্থাপনা করছিলেন। তখন শাকিবকে পেয়ে মজা করে ফারিণ বলেন, ভাইয়া আপনি অনেক সিনেমা করছেন। আমারও একটা সিনেমা আসছে সামনে। ইধিকা তো আছেই, কিন্তু প্লিজ আপনার নেক্সট সিনেমায় আমি কি অডিশন দিতে পারি? এরপর পাশ থেকে ফারিণকে উদ্দেশ্য করে আফরান নিশোকে বলতে শোনা যায়, তাই না? এখন তাকে দেখে কাজ করতে হবে? সঙ্গে সঙ্গে নিশোকে এর জবাবে ফারিণ বলেন, ওমা! শাকিব...
পর্দা কাঁপাতে আসছে ধানুশ-নাগার্জুনের ‘কুবেরা’, মুক্তি কবে?
অনলাইন ডেস্ক

পর্দা কাঁপাতে আসছে বহুল প্রতীক্ষিত অ্যাকশন-ড্রামা ঘরানার ছবি কুবেরা, যেখানে মুখ্য ভূমিকায় রয়েছেনদক্ষিণ ভারতীয় ছবির শক্তিমান দুই অভিনেতাধানুশ-নাগার্জুন। সম্প্রতি প্রকাশ পেয়েছে ট্রান্স অব কুবেরা নামের প্রিভিউ। যেখানে ভিডিওতে ফুটে উঠেছে এক অনিশ্চিত, নৈতিকভাবে জটিল জগতের আভাস, যেখানে উচ্চাকাঙ্ক্ষার কোন সীমানা নেই এবং ক্ষমতা অর্জনের দৌড়ে দিতে হয় চরম মূল্য। আগামী ২০ জুন ২০২৫-এ বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে কুবেরা। পরিচালক শেখর কাম্মুলার এই সামাজিক থ্রিলারধর্মী ছবিতে আরও অভিনয় করেছেন রাশমিকা মান্দানা ও জিম সারভ। ছবিটি তেলেগু, তামিল ও হিন্দি ভাষায় একযোগে মুক্তি পাবে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত ত্রয়ী অভিনেতা ধানুশ, পরিচালক শেখর কাম্মুলা ও সংগীত পরিচালক দেবী শ্রী প্রসাদ (ডিএসপি) নিয়েছেন দর্শকদের মন কাড়ার দায়িত্ব। কেবল বিনোদন নয় বরং নৈতিকতা, লোভ,...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর