ব্রাজিলে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৯০ হাজার

ব্রাজিলে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৯০ হাজার

অনলাইন ডেস্ক

ব্রাজিলে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছে ৯০ হাজার ৩০৩ জন। একদিনে দেশটিতে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড এটি। এছাড়া গত ২৪ ঘন্টায় মারা গেছেন দুই হাজার ৭৩৬ জন। খবর আল জাজিরার।

করোনাভাইরাসের নতুন স্ট্রেইনে নাকাল ব্রাজিলে সংক্রমণ ও মৃত্যু দুই-ই বেড়েছে ভয়াবহভাবে। টানা দুদিন ধরে দেশটিতে করোনায় মৃত্যু আড়াই হাজারের ওপরে। এর আগের দিন মারা গেছে দুই হাজার ৭৯৮ জন।

ওয়ার্ল্ডোমিটারসের পরিসংখ্যান অনুযায়ী, দুদিন আগে দেশটিতে করোনায় মারা গেছে দুই হাজার ৭৯৮ জন।

গত একদিনে বিশ্বে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি।


আরও পড়ুনঃ


যুক্তরাষ্ট্রকে কিমের বোন ইয়ো জংয়ের হুঁশিয়ারি

ট্রাম্পকে জিতিয়ে দিতে কাজ করেছেন পুতিন: গোয়েন্দা প্রতিবেদন

বিয়ের আসরেই পাত্রপক্ষের অভদ্রতা, বরকে তালাক কনের!

অবশেষে আড়ংয়ের দুঃখ প্রকাশ, সেই যুবককে চাকরির প্রস্তাব


দেশটিতে মোট সংক্রমণ দাঁড়িয়েছে প্রায় এক কোটি ১৭ লাখ ৪৩১ জন। এখন পর্যন্ত দেশটিতে মারা গেছেন দুই লাখ ৮৫ হাজার ১৩৬ জন।

গত কয়েক দিন ধরে ব্রাজিলে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটছে। এ জন্য করোনার অতিসংক্রমক নতুন স্ট্রেইনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। দেশটি বর্তমানে আক্রান্ত ও মৃত্যুর হিসাবে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে।

news24bd.tv / নকিব