পুরো মঙ্গলগ্রহ ডুবে ছিলো পানির নিচে

পুরো মঙ্গলগ্রহ ডুবে ছিলো পানির নিচে

অনলাইন ডেস্ক

মঙ্গলগ্রহ নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। মঙ্গল গ্রহ সৌরজগতে পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ হওয়ায় এটি জায়গা করে নিয়েছে অসংখ্য বৈজ্ঞানিক কল্পকাহিনী ও চলচ্চিত্রে।

অনেকেই মনে করেন, মঙ্গলগ্রহে আগে প্রাণের অস্তিত্ব ছিলো। আর সেখানে ছিলো পানি।

তবে পানি থাকলে সে পানি কোথায় গেল? এসব প্রশ্নের উত্তর আজও জানা যায় নি।

প্রমাণ না হওয়া পর্যন্ত যেহেতু বিজ্ঞান কোন কিছুকেই স্বীকার করে না। তাই মঙ্গলগ্রহ নিয়ে এখন পর্যন্ত প্রায় সবকিছুই কল্পলোকের কাহিনী হয়েই রয়ে গেছে।

news24bd.tv

তবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার অর্থায়নে করা এক গবেষণা অনুযায়ী, মঙ্গলগ্রহের পানি কোথাও হারিয়ে যায়নি; বরং তা এর ভূপৃষ্ঠের গভীরে খনিজের মধ্যে আটকে রয়েছে।

খবর এএফপির।

সায়েন্স সাময়িকীতে এ গবেষণাসংক্রান্ত নিবন্ধ প্রকাশিত হয়েছে। গবেষণা প্রবন্ধের প্রধান লেখক ইভা স্কেলার বলেছেন, আমরা বলছি যে, মঙ্গলগ্রহের ভূপৃষ্ঠ পানিযুক্ত খনিজ দিয়ে গঠিত। যেসব খনিজ সেখানে আছে, তার ক্রিস্টাল গঠনে পানি রয়েছে।

news24bd.tv

স্কেলার যে মডেল তৈরি করেছেন, সে অনুযায়ী মঙ্গলগ্রহে ৩০ থেকে ৯৯ শতাংশ পানি বিভিন্ন খনিজের মধ্যে আটকে আছে।

এই গবেষণায় দেখা গেছে, চৌম্বকক্ষেত্র হারালেও তাতে পানি কম হারিয়েছে। অধিকাংশ পানি ভূত্বকেই রয়ে গেছে।


আরও পড়ুনঃ


যুক্তরাষ্ট্রকে কিমের বোন ইয়ো জংয়ের হুঁশিয়ারি

ট্রাম্পকে জিতিয়ে দিতে কাজ করেছেন পুতিন: গোয়েন্দা প্রতিবেদন

বিয়ের আসরেই পাত্রপক্ষের অভদ্রতা, বরকে তালাক কনের!

অবশেষে আড়ংয়ের দুঃখ প্রকাশ, সেই যুবককে চাকরির প্রস্তাব


আদিম মঙ্গলগ্রহে ১০০ থেকে ১৫০০ মিটার গভীরতায় সমুদ্র ছিল। প্রায় পুরোটাই পানিতে ডুবে থাকা এই গ্রহ হটাত তার বৈদ্যুতিক ক্ষেত্র হারিয়ে ফেলে। ফলে ক্রমেই মঙ্গলগ্রহ থেকে পানি হারিয়ে যায়। আর এই ঘটনা ঘটে ৩৭০ কোটি থেকে ৪০০ কোটি বছর আগে। অর্থাৎ, ৩০০ কোটি বছর ধরে মঙ্গলগ্রহ এরকম একই অবস্থায় রয়েছে।

তবে গবেষকরা আশা করছেন, সম্প্রতি নাসার পাঠানো রোভার পারসিয়েভারেন্স গবেষণার এই ক্ষেত্রে আরও অবদান রাখতে পারবে।

news24bd.tv / নকিব