নেত্রকোনার বারহাট্টায় ঘুমন্ত অবস্থায় ঘর থেকে তুলে নিয়ে গিয়ে ছাত্রীকে ধর্ষণের ঘটনার বিচার চেয়ে বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধন করা হয়েছে।
এলাকাবাসী বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুর ১২টায় অতিথপুর বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বারহাট্টা শহর প্রদক্ষিণ করে।
পরে প্রেসক্লাবের সামনে গিয়ে মানববন্ধন ও সমাবেশ করে।
সুন্দরবনে হরিণ শিকারের ৩শ’ ফাঁদসহ আটক ৪
রাঙামাটিতে ব্রাশফায়ারে ৮ হত্যার বিচার না হওয়ায় উদ্বেগ
বক্তারা বলেন, ধর্ষিতার দেওয়া তথ্য অনুযায়ী ইতোমধ্যে মুজাহিদুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ১৪ মার্চ বারহাট্টা উপজেলার মল্লিকপুর গ্রামের মাদ্রাসা ছাত্রী শিশুটিকে ঘুমন্ত অবস্থায় ঘর থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে ভোরে পার্শ্ববর্তী অতিথপুর রেলস্টেশনের কাছ থেকে বিবস্ত্র অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা। এ ঘটনায় ওই মেয়ের দেয়া তথ্য পরদিন অভিযানে পুলিশ মুজাহিদুল ইসলাম নামে এক যুবককে আটক করে।
news24bd.tv তৌহিদ