পদ্মা সেতু  প্রকল্পে ২৪ জন নেবে রেলওয়ে

পদ্মা সেতু প্রকল্পে ২৪ জন নেবে রেলওয়ে

অনলাইন ডেস্ক

বাংলাদেশ রেলওয়ের অধীনে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে সাত পদে ২৪ জনকে নিয়োগ দেবে রেলওয়ে কর্তৃপক্ষ। আগ্রহীরা ওই পদগুলোতে আবেদন করতে পারবেন ১ এপ্রিল পর্যন্ত।   

প্রতিষ্ঠান: বাংলদেশ রেলওয়ে
প্রকল্প: পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প

পদের নাম: 
১। সহকারী প্রকৌশলী (সিভিল) 
২।

উপ-সহকারী প্রকৌশলী (ওয়ে) 
৩। উপ-সহকারী প্রকৌশলী (ব্রীজ) 
৪। উপ-সহকারী প্রকৌশলী (সিগন্যাল) 
৫। উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক) 
৬।
উপ-সহকারী প্রকৌশলী (টেলিকম) এবং 
৭। রিসেটেলমেন্ট সহকারী 


অনলাইনে পণ্য ডেলিভারি বিলম্বে করা যাবে মামলা

স্বামীর দাবীতে প্রথম বউয়ের বাড়িতে দ্বিতীয় বউ

সামাজিক মাধ্যম ছাড়ার ঘোষণা আমিরের

সাধ্যের মধ্যে ৮ জিবি র‍্যামের রেডমি ফোন


চাকরির ধরণ: অস্থায়ী

প্রার্থীর ধরণ: নারী-পুরুষ

কর্মস্থল: যে কোনো স্থান

বয়স: ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর।  

আবেদনের নিয়ম: pbrlp.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন আগ্রহীরা। আবেদনের সঙ্গে স্ক্যান করে যুক্ত করতে হবে ৩০০-৩০০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের সাক্ষর।

news24bd.tv/আলী