হিন্দু পরিবারগুলোর উপর হামলার ব্যাপারে যা বললেন আসিফ নজরুল

হিন্দু পরিবারগুলোর উপর হামলার ব্যাপারে যা বললেন আসিফ নজরুল

অনলাইন ডেস্ক

 

নিরীহ মানুষের উপর আক্রমন করা ইসলাম পরিপন্থী ও ফৌজদারী অপরাধ বলে মনে করেন অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক আসিফ নজরুল। ফেইসবুকে নিজের ভেরিফাইড পেইজে তিনি এই মন্তব্য করেন। news24bd.tv এর পাঠকদের জন্য তার স্টেটাস হুবহু তুলে ধরা হলো।  

তিনি লিখেছেন, ‘সিলেটের শাল্লায় হিন্দু পরিবারগুলোর উপর নির্বিচার হামলার তীব্র নিন্দা জানাই।

এজন্য যারা দায়ী, সেসব ব্যক্তির বিচার চাই। আগে থেকে জানা সত্বেও এই হামলা প্রতিরোধের উপযুক্ত ব্যবস্থা স্থানীয় প্রশাসন কেন নিল না তা জানতে চাই।

কেউ উস্কানিমূলক বক্তব্য দিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তার বিচারের জন্য চাপ সৃষ্টি করার অধিকারও রয়েছে।


রাতে তুলে নিয়ে যাওয়া সেই ছাত্রীকে উদ্ধার করা হয় বিবস্ত্র অবস্থায়

সুন্দরবনে হরিণ শিকারের ৩শ’ ফাঁদসহ আটক ৪

রাঙামাটিতে ব্রাশফায়ারে ৮ হত্যার বিচার না হওয়ায় উদ্বেগ

করোনা সংক্রমণে রেকর্ড


কিন্তু এজন্য বা এ সুযোগ নিয়ে নিরীহ মানুষের উপর আক্রমণ করা ইসলাম পরিপন্থী ও ফৌজদারী অপরাধ। যারা এসব করেন তারা এদেশকে বিপদে ফেলার সহযোগী হিসেবেও কাজ করেন। ’

news24bd.tv তৌহিদ