চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের লাইনআপ কেমন হলো ?

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের লাইনআপ কেমন হলো ?

Other

চূড়ান্ত হলো চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের লাইনআপ। টমাস টুখেলের অধীনে সাত বছর পর আসরের শেষ আটে পা রাখলো চেলসি। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে দ্বিতীয় লেগে ২-০ গোলে জিতে, দুই লেগ মিলিয়ে ৩-০ গোলের অগ্রগামিতায় পরের রাউন্ডে উঠল ব্লুজরা।  

এদিকে চ্যাম্পিয়ন্স লিগের আরেক ম্যাচে আলিয়াঞ্জ অ্যারেনায় লাৎসিওকে ২-১ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৬-২ ব্যবধানে এগিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছে শিরোপাধারী বায়ার্ন মিউনিখ।

 
 
থেমে গেল লা লিগায় শিরোপা সম্ভাবনা জাগানো আতলেতিকো মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগে পথচলা। প্রথম লেগে তাদের মাঠে জিতে অর্ধেক কাজ আগেই সেরে রেখেছিল চেলসি। ফিরতি লেগেও স্প্যানিশ ক্লাবটিকে হারিয়েছে টমাস টুখেলের কোচিংয়ে অজেয় হয়ে ওঠা ব্লুজরা। ফলে ৭ বছর পর আসরের কোয়ার্টার-ফাইনালে পা রাখলো ইংলিশ জায়ান্টরা।
 

স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের শুরু থেকে অধিকাংশ সময় বল দখলে রেখে প্রতিপক্ষের ওপর চাপ ধরে রাখলেও প্রথমার্ধে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি চেলসি। এ সময় তাদের রক্ষণে তেমন ভীতি ছড়াতে পারেনি লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আতলেতিকোও।

তবে চেলসি এগিয়ে যায় ম্যাচে ৩৪ মিনিটে। জার্মান ফরোয়ার্ড টিমো ভেরনার বাড়ানো বলে  নিখুঁত শটে গোলরক্ষককে পরাস্ত করেন মরক্কোর মিডফিল্ডার জিয়াশ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়তে পারতো। তবে শেষ দিকে দুই বদলি খেলোয়াড়ের নৈপুণ্যে যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ হয়। হাভার্টজের বদলি নামা এমেরসন মাঠে নেমেই ৪০ গজ দৌড়ে এসে বলে প্রথম ছোঁয়াতে গোলের দেখা পান।  

স্ট্যামফোর্ড ব্রিজে ফিরতি লেগে ২-০ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৩-০ গোলের অগ্রগামিতায় পরের রাউন্ডে উঠল স্বাগতিকরা।  


শিশু শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা মামলায় যুবককে যাবজ্জীবন

মামুনুল হকসহ জতিড়দের গ্রেপ্তারের দাবিতে সিলেটে বিক্ষোভ

যশোরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামীর মৃত্যু

তিন মাসের মধ্যে করোনায় একদিনে সর্বোচ্চ শনাক্ত


দিনের অন্য ম্যাচে আলিয়াঞ্জ অ্যারেনায় লাৎসিওকে ২-১ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৬-২ ব্যবধানে এগিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছে শিরোপাধারী বায়ার্ন মিউনিখ। প্রথম দেখায় ইতালিয়ান ক্লাবটির মাঠে ৪-১ গোলে জিতেছিল তারা।

রবের্ত লেভানদোভস্কি বায়ার্নকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান এরিক মাক্সিম চুপো-মোটিং। লাৎসিওর একমাত্র গোলদাতা মার্কো পারোলো।

এই নিয়ে ১৯তম বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠল জার্মান দলটি, যা প্রতিযোগিতাটির ইতিহাসে কোনো দলের সর্বোচ্চ।   শেষ আটের বাকি দলগুলো হলো-পিএসজি, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, পোর্তো ও বরুশিয়া ডর্টমুন্ড। আগামী শুক্রবার হবে কোয়ার্টার-ফাইনাল ও সেমি-ফাইনালের ড্র।

news24bd.tv / কামরুল