সময় হাতে নিয়ে ৪১তম বিসিএস পরীক্ষার্থীদের বাসা থেকে বের হওয়ার নির্দেশনা

সময় হাতে নিয়ে ৪১তম বিসিএস পরীক্ষার্থীদের বাসা থেকে বের হওয়ার নির্দেশনা

অনলাইন ডেস্ক

১৯ মার্চ ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় পরীক্ষার্থীদের হাতে সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার অনুরোধ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১৯ মার্চ) ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

একই দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগত বিদেশি ভিভিআইপিদের গমনাগমনের জন্য ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

এছাড়া কিছু কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধও থাকবে।


রাতে তুলে নিয়ে যাওয়া সেই ছাত্রীকে উদ্ধার করা হয় বিবস্ত্র অবস্থায়

সুন্দরবনে হরিণ শিকারের ৩শ’ ফাঁদসহ আটক ৪

রাঙামাটিতে ব্রাশফায়ারে ৮ হত্যার বিচার না হওয়ায় উদ্বেগ

করোনা সংক্রমণে রেকর্ড


তাই সব পরীক্ষার্থীকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বাসা থেকে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশে রওনা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। যাতে পরীক্ষার্থীরা সকাল সাড়ে ৮টার মধ্যে স্ব-স্ব পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে পারেন।

সাময়িক অসুবিধার জন্য ডিএমপির ট্রাফিক বিভাগ নগরবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

news24bd.tv তৌহিদ