সুনামগঞ্জের ঘটনাকে কীভাবে দেখছি?

সুনামগঞ্জের ঘটনাকে কীভাবে দেখছি?

Other

আমরা যারা কথা বলার অধিকারের কথা বলি, সারাক্ষণ বলতে থাকি- কিচ্ছু বলা যায় না’- তারা সুনামগঞ্জের ঘটনাকে কীভাবে দেখছি? ‘কেউ একজন ফেসবুকে কিছু একটা লিখলো- সেই অভিযোগে দলবল নিয়ে পুরো সম্প্রদায়ের উপর হামলাও নিশ্চয়ই  ‘জান ও জবানের’ অধিকারকে ক্ষুন্ন করে।

যাকে নিয়ে ফেসবুকে লেখা হয়েছে বলে বলা হচ্ছে, তিনি সরকার নন, সরকারের কেউ নন। তবু তাকে নিয়ে কিছু একটা লেখা হয়েছে- কেবল এই অভিযোগে যে তাণ্ডব চালানো হয়েছে, সেই তাণ্ডবের বিরুদ্ধে সেই অর্থে প্রতিবাদ চোখে পড়ছে না।


রাতে তুলে নিয়ে যাওয়া সেই ছাত্রীকে উদ্ধার করা হয় বিবস্ত্র অবস্থায়

সুন্দরবনে হরিণ শিকারের ৩শ’ ফাঁদসহ আটক ৪

রাঙামাটিতে ব্রাশফায়ারে ৮ হত্যার বিচার না হওয়ায় উদ্বেগ

করোনা সংক্রমণে রেকর্ড


সুনামগঞ্জের সন্ত্রাসের বিরুদ্ধে সবাই সোচ্চার না হলে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে।

অপরাধকে অপরাধ হিসেবেই দেখতে শেখা দরকার।

শওগাত আলী সাগর, প্রধান সম্পাদক, নতুনদেশ

news24bd.tv তৌহিদ