ফ্রান্সে প্রচলিত পরীক্ষায় ধরা পড়ছে না করোনাভাইরাস

ফ্রান্সে প্রচলিত পরীক্ষায় ধরা পড়ছে না করোনাভাইরাস

অনলাইন ডেস্ক

ফ্রান্সে করোনাভাইরাসের এমন একটি ধরণ ছড়িয়ে পড়েছে যা করোনা পরীক্ষাতেও ধরা পড়ছে না। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানায়।

সোমবার ফ্রান্সের উত্তর-পশ্চিম দিকের ব্রিটানি অঞ্চলে নতুন ধরনের এই করোনায় ৮ জন আক্রান্ত হয়। কিন্তু তাদের অধিকাংশেরই করোনা পরীক্ষার পরও নেগেটিভ ফল আসে।

কিন্তু করোনা আক্রান্ত হওয়ার সব ধরনের লক্ষণই তাদের মধ্যে বর্তমান ছিল।

এটা নিয়ে টানা দুই দিন নানা পরীক্ষা-নিরীক্ষা করে ফ্রান্স। এরপর বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বিস্তারিত জানায়।

মূলত এই ধরনের করোনাকে 79 COVID-19 বলা হয়।

মিউটেশনের মাধ্যমে করোনার এই রূপ এমন একটা পর্যায়ে পৌঁছায় যেটা স্ট্যান্ডার্ড মানের পরীক্ষায় আর ধরা পড়ে না।

এই করোনায় আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করার জন্য তার রক্ত নিয়ে অ্যান্টিবডি টেস্ট করে অথবা রোগীর ফুসফুস থেকে আসা কফ সংগ্রহ করে আরটি-পিসিআর টেস্টের মাধ্যমে শনাক্ত করতে হয়।


আরও পড়ুনঃ


ট্রাম্পকে জিতিয়ে দিতে কাজ করেছেন পুতিন: গোয়েন্দা প্রতিবেদন

বিয়ের আসরেই পাত্রপক্ষের অভদ্রতা, বরকে তালাক কনের!

অবশেষে আড়ংয়ের দুঃখ প্রকাশ, সেই যুবককে চাকরির প্রস্তাব

পত্রিকার সাংবাদিকগুলো বিসিএস ক্যাডার চাকরিটাকে বিশাল কিছু বানিয়ে ফেলেছেন


এর আগে ফিনল্যান্ডে এই ধরণের করোনা শনাক্ত হয়েছিল। নাকে শ্লেষ্মা পরীক্ষায় এই করোনা ধরা পড়ে না বলে জানিয়েছিল ফিনিশ গবেষকেরা।

প্রচলিত পরীক্ষায় ধরা না পড়ায় এই করোনা দ্রুত ছড়াবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।

news24bd.tv / নকিব