এবার হজে প্লাস্টিকের প্যাকেটে দেওয়া হবে জমজমের পানি

এবার হজে প্লাস্টিকের প্যাকেটে দেওয়া হবে জমজমের পানি

অনলাইন ডেস্ক

করোনা পরিস্থিতির মধ্যে আসন্ন হজে ভাইরাসটির সংক্রমণ যাতে ছড়াতে না পারে সেজন্য জমজমের পবিত্র পানি পানেও থাকছে নিয়মের কঠোরতা। এবার সবার জন্য জমজমের পবিত্র পানি সরবরাহ করা হবে প্লাস্টিকের প্যাকেটে। সেই পানিই পান করতে হবে সবাইকে।

এছাড়া, বিশেষ পরিস্থিতির কারণে শয়তানকে পাথর ছোঁড়ার আনুষ্ঠানিকতাতেও থাকছে নতুনত্ব।

এক সঙ্গে সর্বোচ্চ ৫০ জন হাজি পাথর নিক্ষেপ করতে পারবেন। তবে এবার হজে সাধারণ পাথর নয়, নিক্ষেপের জন্য বিশেষ জীবাণুমুক্ত পাথর সরবরাহ করা হবে।

এবার হজ হচ্ছে খুব সীমিত পরিসরে৷গত বছরও যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ২৫ লাখ মানুষ পবিত্র হজ পালন করেছিলেন, সেখানে এবার এ সুযোগ পাচ্ছেন মাত্র ১০ হাজার জন।


আরও পড়ুনঃ


দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

মওদুদ আহমদ আমাদের একজন অভিভাবক ছিলেন: ফখরুল

সুনামগঞ্জে আবারও মহাসমাবেশ ডেকেছে হেফাজত

পত্রিকার সাংবাদিকগুলো বিসিএস ক্যাডার চাকরিটাকে বিশাল কিছু বানিয়ে ফেলেছেন


অর্থাৎ, এবার সৌদি আরবের বাইরে থেকে গিয়ে কাউকে হজ করতে দেয়া হচ্ছে না।

তবে যারা সুযোগ পেয়েছেন তাদের মধ্যে দুই তৃতীয়াংশই সৌদি আরবে অবস্থানরত প্রবাসী।

সৌদি কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী বুধবার (২৯ জুলাই) হজের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে।

news24bd.tv / নকিব