কবিরহাট ডিগ্রি কলেজ মাঠে মওদুদের তৃতীয় জানাজা সম্পন্ন

কবিরহাট ডিগ্রি কলেজ মাঠে মওদুদের তৃতীয় জানাজা সম্পন্ন

অনলাইন ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নোয়াখালীর কৃতি সন্তান, সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের তৃতীয় জানাজা নোয়াখালীর কবিরহাট ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ মার্চ) দুপুর ৩টা ৩৫ মিনিটের দিকে তাঁর তৃতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

এর আগে, দুপুর ৩টা ১০মিনিটের দিকে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে কবিরহাট ডিগ্রি কলেজ প্রাঙ্গণে মওদুদ আহমদের মরদেহ আনা হয়। এরপর নিজ উপজেলা কোম্পানীগঞ্জে আরো দুটি জানাজা শেষে তাকে সমায়িত করা হবে।

আরও পড়ুন


বিমানের সিটেই প্রস্রাব করে দিলেন যাত্রী

শখের সেই ‘হোয়াইট হাউজে’ দাফন করা হবে মওদুদকে

মুম্বাই থেকে ফিরে মার্সিডিজ কিনলো নুসরাত ফারিয়া, দাম কত জানেন?

বিশ্ব ঘুম দিবস আজ


জানাজায় অংশ নেন, নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপির সদস্য তাবিথ আউয়াল, আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন, জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, কবিরহাট উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহিম চেয়ারম্যান,সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন ও দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ।

নোয়াখালীর কবিরহাটও কোম্পানীগঞ্জে আরো ৩টি জানাজা শেষে তাঁর ইচ্ছা অনুযায়ী তাকে বাবা-মায়ের পাশে সমায়িত করা হবে তাকে।

news24bd.tv আহমেদ