জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রীলঙ্কার প্রেসিডেন্টের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌছেছেন শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজা পাকসে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধূর জন্মশত বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেয়া ছাড়াও দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন দুই দেশের প্রধানমন্ত্রী। তাঁর সফরে শিক্ষা, বাণিজ্য, বিনিয়োগ, কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে কয়েকটি সমঝোতা স্মারকও সই হবে।  

শুক্রবার সকাল পৌনে ১০ টায় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজা পাকসে ও তার প্রতিনিধি দলকে বহনকারি উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

তাকে ফুল দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় হাত নেড়ে উচ্ছাস প্রকাশ করেন শ্রিলঙ্কার প্রধানমন্ত্রী।

সফরত প্রধানমন্ত্রীকে ২১টি গান স্যালুটসহ রাষ্ট্রীয় সম্মান জানানো হয় বিমানবন্দরে। এসময় উভয় দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতেই তার এই সফর।

বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের মুক্তিযুদ্ধে শহিদদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে রওনা হন।


চট্টগ্রামে হোটেলে বিদেশি নাগরিকের মরদেহ

বিমান পড়া মেলা

দৈনিক ২০০০ ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি পেয়ে ‘ভয়ে ইসরাইল’

নরসিংদীতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে গৃহহীনরা পেলেন ঘর


সকাল ১১ টায় সাভার স্মৃতিসৌধে পৌছে শ্রদ্ধা নিবেদন শেষে দর্শনার্থী বইয়ে সাক্ষর এবং পরে বৃক্ষরোপন করেন রাজা পাকসে।

বিকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিশেষ অনুষ্ঠানমালায় সম্মানিত অতিথি হিসাবে যোগ দেবেন শ্রিলঙ্কান প্রধানমন্ত্রী।

news24bd.tv নাজিম