করোনা সংক্রমণের উর্ধ্বগতির মধ্যেও কক্সবাজারে লাখো মানুষের ভিড়

নিজস্ব প্রতিবেদক

পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে প্রতিদিনই ভিড় করছে লাখো পর্যটক। বেশিরভাগেরই মুখে নেই মাস্ক, মানছেন না স্বাস্থ্যবিধি। এমনকি সৈকতের কোনো পয়েন্টেই সামাজিক দূরত্বের কোনো বালাই নেই।

অথচ আবারো বাড়তে শুরু করেছে মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব।

এ অবস্থায় করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসনের নজরদারি বৃদ্ধির দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।  

হাজার হাজার পর্যটকের পদচারণায় মুখর পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার । সৈকতে আনন্দ আর হৈ-হুল্লোড়ে কাটছে তাদের প্রতিটি মুহূর্ত। তবে মহামারী করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা একাধিকবার বলা হলেও তা পুরোপুরি উপেক্ষিত  হচ্ছে এখানে।

শারীরিক দূরুত্ব বজায় রাখার প্রতিও নেই কারো কোনো আগ্রহ।    মাস্ক পরা নিয়ে নানা অজুহাত দিচ্ছেন পর্যটকরা।


বাকিতে সিগারেট দেব না বলতেই দোকানদারকে বেদম পেটাল ছাত্রলীগকর্মী

শ্রীলংকার সঙ্গে হচ্ছে বেশ কিছু চুক্তি

৭ বছরের সন্তানকে বাঁচাতে নদীতে ঝাঁপ, প্রাণ গেল বাবারও

গাজীপুরে পোশাক শ্রমিককে দল বেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ২


অবশ্য ব্যবসায়ী নেতাদের দাবি, সরকারি সব নির্দেশনা মেনেই পর্যটকদের সেবা  হচ্ছে। করোনার সংক্রমন রোধে পর্যটকদের স্বাস্থ্যবিধি মানাতে তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশ।

মহামারির কারণে দীর্ঘ ৫ মাস পর গেল   বছরের  ১৭ই আগস্ট থেকে সমুদ্র সৈকতসহ কক্সবাজারের বিনোদন কেন্দ্রগুলো খুলে দেয়া হয়।

news24bd.tv নাজিম