মশার অত্যাচারে অতিষ্ট রাজশাহীবাসী

Other

দিন কিংবা রাত, মশার কামড়ে নাজেহাল মানুষ। কেড়ে নিয়েছে মানুষের স্বস্তি। সিটি করপোরেশন মশক নিধন কার্যক্রম চালালেও মশার দাপট থেকে মুক্তি মিলছে না মানুষের। চিকিৎসকরা অবশ্য এ জন্য নাগরিকদের আশ-পাশ পরিস্কার রাখার আহ্বান জানিয়েছেন।

 

মশার হাত থেকে রক্ষা পেতে দিনের বেলা কয়েল জ্বালিয়ে রাজশাহীর গৃহিনীরা এভাবেই সেরে নিচ্ছেন তাদের নিত্যদিনের কাজ। স্কুলের শিক্ষার্থীরাও নেই স্বস্তিতে। পড়ার টেবিলের নীচে সারাক্ষণ কয়েল জ্বালিয়ে রাখতে হচ্ছে তাদের। শিশুদের রাখতে হচ্ছে মশারির ভেতর।

নগরীতে মশার উপদ্রব বেড়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা বলেছেন, নগরজুড়ে মশা নিধন কার্যক্রম শুরু করা হয়েছে। আর এই জনপ্রতিনিধি বলছেন, মশা বেড়ে যাওয়ার অন্যতম কারণ প্রকৃতির বৈরিতা।


বাড়িতে একা পেয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

৭ বছরের সন্তানকে বাঁচাতে নদীতে ঝাঁপ, প্রাণ গেল বাবারও

গাজীপুরে পোশাক শ্রমিককে দল বেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ২

এই দেশে সব হতে পারে; কিন্তু বাচ্চাদের পরীক্ষা হতে পারে না!


চিকিৎসকরা বলছেন, মশার কামড়ে ডেঙ্গু-ম্যালেরিয়ার মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা যেমন থাকে, মশা নিধনে ব্যবহৃত কয়েল কিংবা কীটনাশকও বাড়াতে পারে স্বাস্থ্য ঝুঁকি।

মশার উপদ্রপ কমাতে ড্রেন ও নালায় জমে থাকা ময়লা নিয়মিত পরিস্কারের সিটি করপোরেশনকে উদ্যোগ নিতে আহ্বান জানিয়েছেন নাগরিকরা।

news24bd.tv / কামরুল