এক বছরের বেশি সময় ধরে বন্ধ নওগাঁ জেলা পরিষদ পার্ক

Other

সংস্কার কাজে ধীরগতির কারণে প্রায় এক বছরের বেশি সময় ধরে বন্ধ নওগাঁ জেলা পরিষদ পার্ক। শহরবাসীর একমাত্র পার্কটি দীর্ঘদিন বন্ধ থাকায় ক্ষুদ্ধ স্থানীয়রা। সংশ্লিষ্টরা বলছেন, সংস্কার কাজে ঠিকাদারের অনিয়মের কারণে বন্ধ করা হয়েছে কাজ। তবে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের।

 

নওগাঁ জেলা পরিষদ পার্ককে ঢেলে সাজাতে  গেল বছর ১ কোটি ৪৫ লাখ টাকার একটি প্রকল্প হাতে নেয় জেলা পরিষদ। শুরু হয় অবকাঠামো উন্নয়ন ও সংস্কার। ৬ মাসের মধ্যেই সম্পন্ন করার কথা; তবে  সেই কাজ শেষ হয়নি এখনও। গেল এক বছর ধরে এই পার্ক বন্ধ থাকায় ক্ষুদ্ধ স্থানীযরা।

সংস্কার ও উন্নয়ন কাজের মধ্যে এখনও বাকি মূল ফটক পুন:নির্মাণ, ভেতরে পায়ে হাঁটার জন্য রাস্তা সংস্কার। ব্যায়ামাগার ও পাঠাগারে রং ও টাইলস বসানোর কাজও শেষ হয়নি। শুরু হয়নি সীমানা প্রাচীর সংস্কার কাজও। ঠিকাদাররা বলছেন- জেলা পরিষদ কাজ বন্ধ করে দেয়ায় কিছুটা দেরি হচ্ছে।


বাড়িতে একা পেয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

৭ বছরের সন্তানকে বাঁচাতে নদীতে ঝাঁপ, প্রাণ গেল বাবারও

গাজীপুরে পোশাক শ্রমিককে দল বেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ২

এই দেশে সব হতে পারে; কিন্তু বাচ্চাদের পরীক্ষা হতে পারে না!


জেলা পরিষদের চেয়ারম্যানের দাবি; উন্নয়ন ও সংস্কার কাজে অনিয়ম করছে ঠিকাদারী প্রতিষ্ঠান। তাই নির্মান সামগ্রী পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে। তবে দ্রুত কাজ শেষ করার আশ্বাসও দেন তিনি।

সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করে পার্কটি ব্যবহার উপযোগী করার দাবি শহরবাসীর।

news24bd.tv / কামরুল