সোনার জুতো-টাই পরে এলেন বর!

সংগৃহীত ছবি

সোনার জুতো-টাই পরে এলেন বর!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আভিজাত্য ও ধন-সম্পদের জানান দেওয়ার ধরণ ব্যক্তিভেদে ভিন্ন। কেউ অনেক সম্পদশালী হয়েও চলাফেরা করেন একেবারে সাদামাটাভাবে। আবার কেউ নিজের ধন-সম্পত্তির জানান দিতে করেন নানা অদ্ভূত কাণ্ড। এবার এক পাকিস্তানি বিয়ের রিসেপশনে সবাইকে তাক লাগিয়ে দিলেন সোনার পোশাক পরে এসে।

পাকিস্তানের ওই ব্যবসায়ীর নাম সালমান সাহিদ, পেশায় তিনি একজন ব্যবসায়ী৷ বাড়ি পাকিস্তানের লাহোরে৷ সকলকে অবাক করে দিয়ে, তিনি তার ওয়ালিমা-দ্য রিসেপশানে পরেছিলেন সোনাখচিত স্যুট৷ এখানে শেষ নয়, সঙ্গে ছিল স্বর্ণ খচিত টাই৷ পোশাকের সঙ্গে পাল্লা দিতে পায়ে ছিল সোনার জুতো৷ এইভাবেই তিনি সমস্ত লাইম লাইট নিজের দিকে করে নেন হবু স্ত্রীর কাছ থেকে৷

জানা গেছে, স্যুটটির জন্য খরচ করা হয়েছে ৬৩,০০০ পাকিস্তানি মুদ্রা৷ জুতোটি তৈরি হয়েছে ৩২০ গ্রাম সোনা দিয়ে৷ পুরো আউটফিটের মূল্য ২৫ লক্ষ টাকার মত।

সংবাদ মাধ্যমের প্রশ্নে তিনি জানান, ‘আমি সবসময় চেয়েছিলাম সোনার জুতো পরতে৷ সাধারণ মানুষ এটিকে গলা পর্যন্ত অথবা মুকুটের মাধ্যমে ব্যবহার করেন৷ আমি মানুষকে বলতে চাই যে ধনসম্পত্তি পায়ের ধুলোর মত এবং সেটার সেখানেই থাকা উচিত৷’ 

সোশ্যাল মিডিয়ায় ঝলমলে সোনা খচিত এই বিবাহ একইসঙ্গে কৌতুক এবং অবজ্ঞার সৃষ্টি করেছে৷ অনেকেই বিষয়টিকে অপচয় ও অহেতুক 'ফুটানি' বলে মন্তব্য করেছেন। ইনস্টাগ্রামে এক ব্যাক্তি কমেন্টে বলেছেন, ‘একটি জুতো বিক্রি করে একটি সার্জারির খরচ বহন করা সম্ভব৷’ অন্য একজন বলেন, ‘আমি দেখতে চাই কনে কী পরেছেন বরের যখন এত দাপট’৷

সম্পর্কিত খবর