নিউজিল্যান্ডের বিরুদ্ধে কেমন প্রস্তুতি বাংলাদেশের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে কেমন প্রস্তুতি বাংলাদেশের

Other

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শনিবার স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ডানেডিনের ইউনিভার্সিটি ওভাল মাঠে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়। নিউজিল্যান্ডে কিউইদের বিপক্ষে তিন সংস্করণ মিলিয়ে ২৬ ম্যাচ খেলে কখনোই জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। সেখানে একমাত্র জয়টি ২০১৫ বিশ্বকাপে, স্কটল্যান্ডের বিপক্ষে।

ব্যর্থতার ধারা এবার প্রাপ্তির আনন্দে বদলে যাবে-বিশ্বাস বাংলাদেশ অধিনায়কের।

প্রশান্ত মহাসাগরের ওশেনিয়া অঞ্চলের দ্বীপরাষ্ট্র তাসমানিয়ার সাগর পাড়ের ছবির মতো সুন্দর দেশ নিউজিল্যান্ড। আর বাংলাদেশের জন্য আগের পাঁচটি সফরই পরাজয়ের ক্যানভাস। ঘরের মাঠে বাঘ, তবে কিউই কন্ডিশনে ইতিহাস বলছে তিন ফরম্যাটেই হতাশা আর হাহাকার তামিম-মুশফিকদের জন্য।

তবে এবারের সিরিজটি যেন জয়খরা ঘোচানোর সুবর্ণ সুযোগ। কেননা উইলিয়ামসন ও রস টেলরবিহীন কিউইদের হারানোর এই তো সময়।


সিরাজগঞ্জে ঘাতক ট্রাকচাপায় গেল তিন প্রাণ

চট্টগ্রামে হোটেলে বিদেশি নাগরিকের মরদেহ

বিমান পড়া মেলা

দৈনিক ২০০০ ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি পেয়ে ‘ভয়ে ইসরাইল’

নরসিংদীতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে গৃহহীনরা পেলেন ঘর


আগে যা পারেনি বাংলাদেশ, এবার পারবে-বিশ্বাস প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর। সাকিব আল হাসান দলে নেই তার অনুশীলনের মধ্যে হাঁটুতে চোট পাওয়া তার রিপ্লেসমেন্ট মোসাদ্দেক সৈকতও ছিটকে গেছেন ইনজুরিতে। ঊরুর ইনজুরিতে অস্বস্তিতে ছিলেন অধিনায়ক তামিম ইকবাল। যদিও প্রথম ওয়ানডেতে খেলার ব্যাপারে আশাবাদী তিনি। সাকিব না থাকায় একজন বোলার বা ব্যাটসম্যান বেশি নিয়ে খেলতে হবে বাংলাদেশকে।

নিউজিল্যান্ডে কিউইদের বিপক্ষে তিন সংস্করণ মিলিয়ে ২৬ ম্যাচ খেলে কখনোই জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। সেখানে একমাত্র জয়টি ২০১৫ বিশ্বকাপে, স্কটল্যান্ডের বিপক্ষে। ব্যর্থতার ধারা এবার প্রাপ্তির আনন্দে বদলে যাবে-বিশ্বাস বাংলাদেশ অধিনায়কের।

২০২৩ বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার জন্য সব ম্যাচই এখন গুরুত্বপূর্ণ। আইসিসি র্যাংকিংয়ে নিউজিল্যান্ড আছে তিনে, বাংলাদেশ সাতে । ৩-০তে সিরিজ জিতলে নিউজিল্যান্ডের দুইয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সব ম্যাচে হারলে বাংলাদেশের দুই রেটিং পয়েন্ট কমলেও র্যাং কিং একই থাকবে।

news24bd.tv তৌহিদ