উত্তর কোরিয়া আজ রাতেই যুদ্ধ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। এক সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া নিয়ে কথা বলার সময় এই হুমকি দেন তিনি।
সেই সাথে দক্ষিণ কোরিয়ার সাথে তাদের সামরিক মহড়া অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
এর আগে, গত মঙ্গলবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন মার্কিন প্রশাসনকে হুঁশিয়ার করে বলেছিলেন, তারা প্রথম পদক্ষেপে নিন্দারযোগ্য কাজ করেছেন।
কিম জং উনের বোন এবং উপদেষ্টা কিম ইয়ো জং আরো বলেন, যুদ্ধ মহড়া ও শত্রুতার সঙ্গে সংলাপ এবং সহযোগিতা পাশাপাশি চলতে পারে না।
আরও পড়ুনঃ
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত
মওদুদ আহমদ আমাদের একজন অভিভাবক ছিলেন: ফখরুল
সুনামগঞ্জে আবারও মহাসমাবেশ ডেকেছে হেফাজত
পত্রিকার সাংবাদিকগুলো বিসিএস ক্যাডার চাকরিটাকে বিশাল কিছু বানিয়ে ফেলেছেন
দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমেরিকার চলমান সামরিক মহড়াকে উত্তর কোরিয়া আগ্রাসনের রিহার্সেল বলে উল্লেখ করেছে।
করোনাভাইরাসের মহামারির জন্য গত বছর এই মহড়া অনুষ্ঠিত হতে পারে নি।
news24bd.tv / নকিব