টিকা নেওয়ার পরও সস্ত্রীক করোনা আক্রান্ত সুনামগঞ্জের এমপি

টিকা নেওয়ার পরও সস্ত্রীক করোনা আক্রান্ত সুনামগঞ্জের এমপি

Other

টিকা নেওয়ার পরও করোনায় আক্রান্ত হলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ এমপি ও তার স্ত্রী মাসকুরা হোসাইন দীনা।

গত মঙ্গলবার (১৬ মার্চ) করোনার উপসর্গ সন্দেহে নমুনা দেন পীর মিসবাহ ও তার সহধর্মিণী পরে গতকাল শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় সস্ত্রীক করোনায় আক্রান্তের বিষয়টি সুনামগঞ্জ স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে তিনি জানতে পারেন।


দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

মওদুদ আহমদ আমাদের একজন অভিভাবক ছিলেন: ফখরুল

সুনামগঞ্জে আবারও মহাসমাবেশ ডেকেছে হেফাজত

পত্রিকার সাংবাদিকগুলো বিসিএস ক্যাডার চাকরিটাকে বিশাল কিছু বানিয়ে ফেলেছেন


তবে পীর ফজলুর রহমান মিসবাহ সামান্য জ্বর সর্দি থাকলেও সুস্থ্য আছেন বলে জানা যায়। সুনামগঞ্জ-৪ আসন (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর) সাংসদ ও বিরোধীদলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ জানান, "গত তিন দিন আগে হালকা জ্বর-সর্দি হলে করোনা সন্দেহে নমুনা পরীক্ষা করতে দেই।

সুনামগঞ্জে এখন করোনার নমুনা দিলে তিন দিন পরে রেজাল্ট আসে। শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর আমার এবং আমার স্ত্রী করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছে। " 

তবে তিনি এবং তার স্ত্রী হালকা জ্বর-সর্দি ছাড়া এমনিতে সুস্থ আছেন। সাংসদ সবার কাছে সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন।

news24bd.tv আয়শা