এয়ারফোর্স ওয়ানে হোঁচট: ওবামার পথে বাইডেন

এয়ারফোর্স ওয়ানে হোঁচট: ওবামার পথে বাইডেন

অনলাইন ডেস্ক

এয়ারফোর্স ওয়ানের সিঁড়িতে হোঁচট খেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় গতকাল শুক্রবার (১৯ মার্চ) আটলান্টায় যাওয়ার পথে বিমানে উঠতে গিয়ে এই ঘটনা ঘটে।

ওয়াশিংটন ডিসি থেকে মাত্র ১০ মাইল দূরে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের এন্ড্রু বেস এয়ারপোর্ট থেকে আটলান্টায় যাচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

দূর থেকে ধারণকৃত ভিডিওতে দেখা যায়, এয়ারফোর্স ওয়ানের সিঁড়ির মাঝপথে প্রেসিডেন্টের পা ফসকে যায়।

এসময় তাকে কয়েকবার হোঁচট খেতে দেখা যায়। তবে একটু পরেই নিজেকে সামলে নেন তিনি। এমনকি বিদায়ের আগে রীতি অনুযায়ী বিদায়ী অভিবাদনও জানিয়েছেন তিনি।

news24bd.tv

হোয়াইট হাউস জানিয়েছে, বাইডেন শতভাগ সুস্থ আছেন।

সিঁড়ি টপকাতে ভুলভাবে পা ফেলার কারণেই এমন হয়েছে। হোয়াইট হাউসের কমিউনিকেশন ডিরেক্টর কেইট বেডিংফিল্ড জানান, সে সময় দমকা বাতাস বইছিল। এটিই এই ঘটনা ঘটার কারণ।


আরও পড়ুনঃ


দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

মওদুদ আহমদ আমাদের একজন অভিভাবক ছিলেন: ফখরুল

সুনামগঞ্জে আবারও মহাসমাবেশ ডেকেছে হেফাজত

পত্রিকার সাংবাদিকগুলো বিসিএস ক্যাডার চাকরিটাকে বিশাল কিছু বানিয়ে ফেলেছেন


তবে বাইডেন কোন আঘাত পাননি এবং তিনি সম্পূর্ণ সুস্থ আছেন বলেই জানিয়েছে হোয়াইট হাউস।

উল্লেখ্য, এর আগেও এয়ারফোর্স ওয়ান উড়োজাহাজের উঁচু সিড়ি টপকাতে গিয়ে এমন পরিস্থিতির মুখে পড়েছিলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ২০১৫ সালে সিড়িতে পড়ে যেতে গিয়েও শেষ মুহূর্তে নিজেকে সামলে নেন তিনি।

news24bd.tv / নকিব