ইতালিতে করোনা সংক্রমণ বৃদ্ধিতে বিপাকে বাংলাদেশিরা

ইতালিতে করোনা সংক্রমণ বৃদ্ধিতে বিপাকে বাংলাদেশিরা

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ইতালির বেশ কিছু অঞ্চলকে রেড জোন ঘোষণা করা হয়েছে। এতে রেস্টুরেন্ট, বারসহ বহু ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার পথে। এরই মধ্যে গত শুক্রবার আরো দুইটি অঞ্চলকে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়।

যার ফলে শুধু ইতালির লোকজনই নয়, প্রবাসী বাংলাদেশিরাও রয়েছে চরম হতাশায়।

অনেকেই দোকান ভাড়া দিতে না পেরে ছেড়ে যাচ্ছে দীর্ঘদিনের ব্যবসা।

এদিকে শুক্রবার (১৯ মার্চ) থেকে ইতালিতে স্থগিত হওয়া অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগ আবারো শুরু হয়েছে। এ অবস্থার মধ্যেই দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।


আরও পড়ুনঃ


দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

মওদুদ আহমদ আমাদের একজন অভিভাবক ছিলেন: ফখরুল

সুনামগঞ্জে আবারও মহাসমাবেশ ডেকেছে হেফাজত

পত্রিকার সাংবাদিকগুলো বিসিএস ক্যাডার চাকরিটাকে বিশাল কিছু বানিয়ে ফেলেছেন


ইতালি সরকার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও দরিদ্র মানুষের জন্য ১১ মিলিয়ন ইউরো অর্থ বরাদ্দ দিয়েছে।

আগামী ৮ এপ্রিল থেকে এ অর্থ নাগরিকদের মধ্যে বিতরণ শুরু হবে।

এদিকে গতকাল একদিনে নতুন করে করোনা শনাক্ত হয়েছে প্রায় ২৬ হাজার।

news24bd.tv / নকিব