বগুড়ার আদমদীঘিতে নসিমনের ধাক্কায় নিহত ১

বগুড়ার আদমদীঘিতে নসিমনের ধাক্কায় নিহত ১

Other

বগুড়ার আদমদীঘিতে নসিমনের ধাক্কায় মোমিন হোসেন (৩৭) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টায় উপজেলার রক্তদহ বিলের বেইলি ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোমিন উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ছোট আখিড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে।


দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

মওদুদ আহমদ আমাদের একজন অভিভাবক ছিলেন: ফখরুল

সুনামগঞ্জে আবারও মহাসমাবেশ ডেকেছে হেফাজত

পত্রিকার সাংবাদিকগুলো বিসিএস ক্যাডার চাকরিটাকে বিশাল কিছু বানিয়ে ফেলেছেন


প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে মোমিন মোটরসাইকেল যোগে শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে উপজেলার রক্তদহ বিলের কদমা মৎস্য খামারের নিকট বেইলি ব্রিজের সামনের মোড়ে একটি নছিমনের সাথে ধাক্কা খেয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে।

এতে মোটরসাইকেল আহোরী মোমিন, নছিমনের চালক জিল্লুর ও হেলপার আনোয়ার আহত হয়।  

এদের মধ্যে মোমিন গুরুত্বর আহত হলে তাৎক্ষনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

news24bd.tv আয়শা