গাইবান্ধার সুন্দরগঞ্জে খেলতে গিয়ে মাটিচাপা পড়ে আপন দুই ভাইসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। সন্ধ্যায় উপজেলার বেলকা ইউনিয়নের কিশামত সদর গ্রামে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। নিহত শিশুরা হলেন কিশামত সদর গ্রামের মাসুদ মিয়ার দুই ছেলে আব্দুল আলী, আবির আলী ও শফিকুল ইসলামের ছেলে রিফাত মিয়া।
স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন আগে ওই গ্রামে ভেকু দিয়ে রাস্তা সংস্কার করা হয়।
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত
মওদুদ আহমদ আমাদের একজন অভিভাবক ছিলেন: ফখরুল
সুনামগঞ্জে আবারও মহাসমাবেশ ডেকেছে হেফাজত
পত্রিকার সাংবাদিকগুলো বিসিএস ক্যাডার চাকরিটাকে বিশাল কিছু বানিয়ে ফেলেছেন
কিন্তু পরিবারের লোকজন শিশুদের না পেয়ে খোঁজাখুঁজি করার এক পর্যায়ে রাস্তার পাশের গর্তে বালি মাটির চাপা পড়া এক শিশুর পা দেখতে পেয়ে পরিবারের লোকজনকে জানায়।
এরপর মাটির নীচ থেকে তিন শিশুর মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
news24bd.tv আয়শা