রংপুরে হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন পালন

রংপুরে হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন পালন

Other

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ৯২ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা শনিবার সকালে পল্লী নিবাস সমাধী প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।  

এ সময় সিটি মেয়র বলেন, এরশাদের সকল সম্পদ রংপুর বাসীর হক পল্লীনি বাসের অডিটরিযাম সমাধী কমপ্লেক্স সংযুক্ত করা হবে যাতে বহিরাগত নেতা কর্মীরা পরিদর্শন করার সময় বিশ্রাম করতে পারে। রংপুরের জাতীয় পার্টির নেতা কর্মীরা চাদা দিয়ে হলেও পূর্নাঙ্গ কমপ্লেক্স স্থাপন করবে।  

তিনি আর বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ নিজে প্রতিষ্টিত না হয়ে সাধারণ মানুষ কে প্রতিষ্ঠিত করেছিলেন।

যতদিন বাঁচব হুসেইন মুহম্মদ এরশাদের দল করে যাব। এরশাদের শাসন আমল ছিল স্বর্ণ যুগ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি ও সিটি কর্পোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জাপার ভাইস চেয়ারম্যান ও মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য মহানগর কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক লোকমান হোসেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রংপুর জেলা কমিটির সাধরণ সম্পাদক হাজী আঃ রাজ্জাক,কেন্দ্রীয় কমিটির সদস্য মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম।


বগুড়ার শেরপুরে দুই বাসের সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪

সুন্দরবনে মারা যাওয়া বাঘটির মৃত্যুরহস্য জানা গেলো

হাসপাতালে ভর্তি বাবা, সব ফেলে দেশে ফিরলেন নায়ক মারুফ

দেশে অস্থিরতা সৃষ্টি করতে চাইলে বিষদাঁত ভেঙে দেয়া হবে: কাদের


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জাপার সাংগঠনিক সম্পাদক শামিম সিদ্দিকী, রংপুর জেলা যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন ও মহিলা ভাইস চেয়ারম্যান কাজলি বেগম, জেলা মহিলা পার্টির সভানেত্রী শাহানারা বেগম, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর মহানগর কমিটির যুগ্ন আহবায়ক- নুর হাসনাত নুরইসলাম, জাতীয় যুব সংহতি মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক  আনছারুল ইসলাম।

 

জাতীয় ছাত্র সমাজ মহানগর কমিটির সভাপতি ইয়াসীর আরাফাত আসিফ, জেলা যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার আল আমীন সুমন, কারমাইকেল কলেজ সদস্য সচিব আরিফ আলী, মুহিন, শহিদ বাবু, সহ অনেকে।

news24bd.tv / কামরুল