হাজারি কলা!!!

হাজারি কলা!!!

Other

বিশ্বের সবচেয়ে লম্বা কলার কাঁদি বা ছড়া হয় এশিয়ার কয়েক দেশে প্রাপ্য এক ধরনের কলা গাছে। প্রাপ্তিস্থান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ফিলিপাইন, মালয়েশিয়া ‍ও ইন্দোনেশিয়া। মালয় ভাষায় নাম হলো পিসাং সেরিবু।  

ইংরেজি নাম থাউজেন্ড ফিঙ্গারস ব্যানানা।

সেখান থেকে অনুপ্রাণিত হয়ে নাম দিলাম হাজারি কলা!!! এক ছড়ায় হাজার খানেক কলা ধরে বলে এ নাম সঙ্গত ধরে নেয়া যায়। এ কলাগাছ একটু যত্ন পেলেই খুব দ্রুত বেড়ে ওঠে।

news24bd.tv

কলা গাছে সাধারণত আলাদা আলাদা অনেক কাঁদি বা ফানা থাকে। কিন্তু এ ধরনের কলা গাছে পুরো ছড়াজুড়ে একটাই কাঁদি বা ফানা।

গোড়া থেকে আগা পর্যন্ত কলাগুলো সর্পিলভাবে ধরে। কাঁদি মাটিতে না ঠেকা পর্যন্ত কলা ধরতে থাকে। কারণ এ কলায় কোনো পুংপুষ্পিকা থাকে না।


নন্দিত শিল্পী সিয়ানফানেলির কলাম ভাস্কর্য: অধরা মায়াচিত্র

মোল্লা নাসিরুদ্দিনের হাসির ভাস্কর্য

সৌদি আরবের উট-সংস্কৃতি ও উটের ভাস্কর্যের বিশ্ব রেকর্ড

কিউবিস্ট ভাস্কর্য: অদৃশ্য কলাকার


কলাগুলো এক থেকে দেড়-দুই ইঞ্চি লম্বা হয়। ভেতরে কোনো বিচি থাকে না। ধরে সারা বছর। কলার খেতে খুব মিষ্টি। কাঁদি ৮-১০ ফুট লম্বা হয়। বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়ও এ কলার চাষ হচ্ছে বলে জানা যায়।

news24bd.tv 

বাংলাদেশে কোনোভাবে এ কলা চাষ করা যায় কিনা যাচাই করে দেখা যেতে পারে। এ কলা চাষে আর্থিক লাভের সম্ভাবনা অনেক বেশি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে উদ্যোগ নিলে দেশে কলাচাষে নতুন দিগন্তের সূচনা হতে পারে।

হারুন আল নাসিফ, কবি, ছড়াকার, সাংবাদিক

news24bd.tv নাজিম