হজের আনুষ্ঠানিকতায় সাদা কাপড় পরতে হয় কেন? (ভিডিও)

হজের আনুষ্ঠানিকতায় সাদা কাপড় পরতে হয় কেন? (ভিডিও)

অনলাইন ডেস্ক

হজের এ মুবারক সফরে হাজিদের শরীরে থাকে শুভ্র কাপড়ের ইহরাম। বিশ্বের আনাচে-কানাচে থেকে আগত হাজিরা এই ইহরামের কাপড় পরিধান করে পবিত্র হজ পালন করে থাকেন।

তবে হাজিদের কেন শুধু ‘কাফনের মত সাদা কাপড়’ পরতে হয়- এই প্রশ্ন করে থাকেন অনেকে।

হজের সময় যাবতীয় করণীয় সম্পর্কে আল্লাহর রাসুল সা. তার কাছ থেকে শিখে নেওয়ার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন।


কিশোরীকে গণধর্ষণের পর ৬০ টাকা ধরিয়ে দিল অভিযুক্তরা

অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে ভয়াবহ বন্যা সতর্কতা

বিএনপি যুদ্ধাপরাধীদের প্রতিষ্ঠিত করেছে: চীফ হুইপ

ভোটে হেরে স্ত্রীকে তালাক


হাদিসের বিভিন্ন বিবরণ থেকে আমরা জানতে পারি, হজ চলাকালীন সময়ে রাসূল সা. এ ধরনের কাপড় পরিধান করতেন এবং তার সাহাবিরাও অভিন্ন ধরনের পোশাক পরিধান করতেন।

হযরত সামুরা ইবনে জুনদুব রা. থেকে বর্ণিত, রাসুল সা. বলেন, ‘সাদা পোশাক পরিধান করো। কেননা, তা পবিত্র ও উত্তম। তোমাদের মৃতদের তার দ্বারাই কাফন প্রদান কর।

’ (নাসাঈ শরিফ)

তাই হজের সময় আল্লাহর মেহমানরা রাসুল সা.-এর অনুসরণ করেই সাদা পোশাক পরে থাকেন।

news24bd.tv তৌহিদ