ইসলাম নিয়ে এ কেমন মন্তব্য প্রিয়াঙ্কার, বিতর্ক চরমে

ইসলাম নিয়ে এ কেমন মন্তব্য প্রিয়াঙ্কার, বিতর্ক চরমে

অনলাইন ডেস্ক

বলিউড দাপিয়ে এখন হলিউডে অভিনয় করছেন বলি কুইন প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কা বলিউডকে দিয়েছে বেশ কিছু ব্যবসা সফল ছবি। তবে কিছু কিছু সিনেমা এখনও দর্শকদের হৃদয়ে দাগ কেটে আছে।

গায়ক নিক জোনাসকে বিয়ে করে এখন আমেরিকাতেই অবস্থান করছেন প্রিয়াঙ্কা।

সময়ের সেরা জুটি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস।

news24bd.tv

সম্প্রতি অপরাহ উইনফ্রের এক টক শোতে হাজির হয়েছিলেন ‘গ্লোবাল আইকন’ প্রিয়াঙ্কা। এই সময় ব্যক্তিগত নানা বিষয়ে কথা বলেন তিনি। অনুষ্ঠানের একটি প্রোমোতে এই অভিনেত্রীকে ধর্ম নিয়ে কথা বলতে শোনা গেছে।

এরপর থেকেই মূলত বিতর্কের শুরু। অভিযোগ ধর্ম সম্পর্কে ভুলভাল তথ্য দিয়েছেন প্রিয়াঙ্কা।

news24bd.tv

প্রিয়াঙ্কা বলেন, ‘আমি কনভেন্ট স্কুলে বড় হয়েছি। ওই সময় খ্রিষ্টান ধর্ম সম্পর্কে জেনেছি। আমার বাবা মসজিদে গাইতেন এজন্য ইসলাম সম্পর্কে জানা আছে এবং হিন্দু পরিবারে বড় হয়েছি, তাই এটি সম্পর্কেও জানি। ভারতে ধর্ম বিষয়টি অনেক বড় অংশজুড়ে রয়েছে। তাই এটিকে এড়িয়ে চলা সম্ভব নয়। ’

আরও পড়ুন


বিএনপি নেতা খন্দকার আহাদ আহমেদ না ফেরার দেশে

জয়ার পর এবার জেমসের ক্যামেরাবন্দী মিথিলা

সাত সকালে ফরিদপুরে সড়কে ঝড়ল শিশুসহ ৮ জনের প্রাণ

আইপিএল বিতর্ক: বিসিবিকে পাঠানো চিঠিতে কি লিখেছিলেন সাকিব


প্রিয়াঙ্কার এমন বক্তব্যের পর থেকে শুরু হয় বিতর্ক। প্রিয়াঙ্কার বাবা মসজিদে গাইতেন এবং তিনি এ থেকে ইসলামের ধারণা পেয়েছেন এমন কথার পরিপেক্ষিতে নেটিজেনদের অনেকেই সমালোচনা করেছেন। একজন লিখেছেন, ‘প্রিয় প্রিয়াঙ্কা চোপড়া, মসজিদে গাওয়ার কারণে আপনি কীভাবে ইসলাম সম্পর্কে ধারণা পেলেন? এত বছর ভারতে থাকার পর আপনার আশেপাশের মুসলিম সম্পর্কে আপনার কোনো ধারণা হয়নি? এই যুক্তিতে - আমার বাবা একজন আইনজীবী তার মানে আমি আইন সম্পর্কে সব জানি। ’

news24bd.tv

অন্য একজন প্রিয়াঙ্কার বাবার মসজিদে গান গাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে লিখেছেন, ‘তিনি কি বলতে চাইছেন তার বাবা মসজিদে গেয়েছেন?’ অপর এক ব্যক্তি মন্তব্য করেছেন, ‘কোন মসজিদে আপনার বাবাকে গান গাইতে দেওয়া হয়েছে?’

এমন হাজারো মন্তব্য করেছেন নেটিজেনরা। যদিও বিতর্ক নিয়ে এখনও কোন মন্তব্য করেননি প্রিয়াঙ্কা।

news24bd.tv আহমেদ