করোনা নিয়ন্ত্রণে মাঠে নেমেছে দিনাজপুর জেলা পুলিশ

করোনা নিয়ন্ত্রণে মাঠে নেমেছে দিনাজপুর জেলা পুলিশ

Other

করোনার প্রাদুর্ভাব ঠেকাতে দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আজ সকালে স্থানীয় লিলিমোড়ে উক্ত কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার আনোয়ার হোসেন।  

এসময় তিনি পুলিশ সদস্যদের নিয়ে বিভিন্ন যানবাহনের চালক, আরোহী ও পথচারিদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শসহ মাস্ক বিতরন করেন। এছাড়াও মাস্ক ব্যবহারকারীদের ফুল দিয়ে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করেন।

পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, বাংলাদেশ পুলিশের আইজি’র নির্দেশনায় ২১ মার্চ থেকে সারাদেশে একযোগে করোনা ভাইরাস নিয়ন্ত্রনে কাজ করবে পুলিশ।  


করোনা মোকাবিলায় বিশেষ কর্মসূচি নিয়ে আজ থেকে মাঠে পুলিশ

সেন্টমার্টিনে সিয়াম ও পূজা চেরি

যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোন খারাপ সম্পর্কের জন্য প্রস্তুত আছি: রাশিয়া

মোদি ও শাল্লা ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে হেফাজত


এরই অংশ হিসেবে সাধারণ মানুষকে স্বাস্থ্য বিধি মেনে চলতে সচেতন করা ও মাস্ক বিতরণ কর্মসূচি শুরু করা হয়েছে। মানুষ যতদিনে সচেতন না হবে ততদিন পর্যন্ত এই কার্যক্রম চলবে বলেও তিনি জানান।

 news24bd.tv আয়শা