সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা মাদক ব্যবসার চেয়ে খারাপ

সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা মাদক ব্যবসার চেয়ে খারাপ

Other

মাদক একটি জেনারেশন কে ধ্বংস করে দেয়। চুরি ডাকাতি খুন খারাবি জানমালের ক্ষতি করে। ব্যাংক ও শেয়ার বাজার লুট দেশের অর্থনীতির ক্ষতি করে। রাজনৈতিক দলগুলোর মধ্যে হানাহানি দেশের রাজনৈতিক সঙ্কট তৈরী করে-এইরকম অসংখ্য অপরাধের কথা বলা যাবে।

যা দেশ সমাজ ও জনগণের জন্য ক্ষতিকর। এর কোনোটাই কোন রাষ্ট্রের জন্য কাম্য নয়।

আমরা মাঝে মাঝেই দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ন্যাক্কারজনক হামলার ঘটনা দেখি। তারাও কিন্তু এই দেশের মালিক।

সম্প্রতি সুনামগঞ্জের শাল্লায় হিন্দু অধ্যুষিত গ্রামেও হামলা হয়েছে। কোন অজুহাত পেলেই তাদের ঘর বাড়িতে হামলা  ও নির্যাতন চালানো হয়। আর এইসব হামলা হয় ধর্মের  অজুহাত দিয়ে, যার নেপথ্যে থাকে ধর্মব্যবসায়ী ভন্ড, অমানুষগুলো। অথচ প্রকৃত ধার্মিকরা সব ধর্মকেই শ্রদ্ধা করে।  

আর এই  ঘটনাগুলো একটি রাষ্ট্রের অসাম্প্রদায়িক সংস্কৃতিকে ধ্বংস করে দেয়। রাষ্ট্রের নিরপেক্ষ চরিত্রকে ধ্বংস করে দেয়। বিশ্বের বুকে দেশের ইমেজকে ধ্বংস করে দেয়। দেশের অস্তিত্বের প্রশ্নে এই ঘটনাগুলো অন্যান্য যেকোনো অপরাধের চেয়ে শতগুন বেশি অপরাধ।  


অস্ত্র হাতে কাউন্সিলরের নাচানাচির ভিডিও ভাইরাল (ভিডিও)

আনুশকাকে ধর্ষণ ও হত্যা: দিহানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ফের পেছালো

সেই ষাটোর্ধ্ব প্রকৌশলীর সঙ্গেই বিয়ের গুঞ্জন পপির

ইসলাম নিয়ে এ কেমন মন্তব্য প্রিয়াঙ্কার, বিতর্ক চরমে


এই অপরাধ....

মাদক ব্যবসার চেয়ে খারাপ।
চুরি ডাকাতি খুন খারাবির চেয়ে খারাপ।
ব্যাংক ও শেয়ার বাজার লুটের চেয়ে খারাপ।
রাজনৈতিক হানাহানি, পেট্রোল বোমার চেয়েও খারাপ।

এইসব অপরাধের ক্ষেত্রে যদি ক্রস ফায়ারও হয় আমার মনে হয়না মিডিয়া ও সিভিল সোসাইটি মানবাধিকার নিয়ে কোন প্রশ্ন তুলবে। কারণ এদেরকে ধ্বংস করতে হবে দেশের অস্তিত্বের প্রয়োজনে।

(ফেসবুক থেকে)

news24bd.tv/আলী