আনারস যুদ্ধবিমানের চেয়ে শক্তিশালী, ভূ-রাজনৈতিক চাপে এর স্বাদ কমাতে পারবে না

আনারস যুদ্ধবিমানের চেয়ে শক্তিশালী, ভূ-রাজনৈতিক চাপে এর স্বাদ কমাতে পারবে না

অনলাইন ডেস্ক

চীন এবং তাইওয়ানের মধ্যে দ্বন্দ্ব এখন তুঙ্গে। তাইওয়ানের আনারস আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। চীনের দাবি তাইওয়ানের আনারসে এক ধরণের ক্ষতিকারক জীব আছে যা তাদের নিজস্ব উৎপাদনে ক্ষতি করতে পারে।  

তবে এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে তাইওয়ান।

দেশটির  নেতারা বলেছেন, ‘এর সাথে ফসলের পোকার কোনো যোগসূত্র নেই। ’ 

তাইওয়ানকে সব সময় নিজেদের একটি প্রদেশ হিসেবে বিবেচনা করে চীন। তাই নতুন এই বাণিজ্যিক লড়াইয়ের মাধ্যমে সেখানে রাজনৈতিক চাপ বাড়িয়ে তুলতে চাইছে।


করোনা মোকাবিলায় বিশেষ কর্মসূচি নিয়ে আজ থেকে মাঠে পুলিশ

সেন্টমার্টিনে সিয়াম ও পূজা চেরি

যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোন খারাপ সম্পর্কের জন্য প্রস্তুত আছি: রাশিয়া

মোদি ও শাল্লা ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে হেফাজত


অবশ্য তাইওয়ানও বসে নেই।

নতুন গ্রাহক খুঁজতে শুরু করেছে তারা। স্থানীয় মানুষদের আরো বেশি করে এ ফল খেতে উদ্বুদ্ধ করেছে তাইওয়ান।   

তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট লাই চিং-তে এক টুইট বার্তায় লিখেছেন, ‘তাইওয়ানের আনারস যুদ্ধবিমানের চেয়ে শক্তিশালী। ভূ-রাজনৈতিক চাপ তাদের স্বাদ কমাতে পারবে না। ’

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ‘পাইনঅ্যাপল চ্যালেঞ্জ’ দিয়ে দিয়েছেন দেশের মধ্যেই।  

news24bd.tv আয়শা