শাল্লার ঘটনার প্রতিবাদে বরিশালে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন

শাল্লার ঘটনার প্রতিবাদে বরিশালে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন

Other

সুনামগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা,ভাঙচুর এবং লুটের প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ বরিশাল জেলা শাখা।

আজ সকাল ১১টায় নগরীর সদর রোডে বিবির পুকুর পাড়ে এ কর্মসূচি পালন করা হয়।  

সংগঠনের জেলার শাখার সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যালের সভাপতিত্বে মানববন্ধনে সংগঠনের বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক জয়ন্ত  দাস, নারী নেত্রী টুনু রানী কর্মকার ও সুরুচি রানী কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন।   


আনুশকাকে ধর্ষণ ও হত্যা: দিহানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ফের পেছালো

সেই ষাটোর্ধ্ব প্রকৌশলীর সঙ্গেই বিয়ের গুঞ্জন পপির

ইসলাম নিয়ে এ কেমন মন্তব্য প্রিয়াঙ্কার, বিতর্ক চরমে

বিএনপি নেতা খন্দকার আহাদ আহমেদ না ফেরার দেশে


মানববন্ধনে বক্তারা বলেন, দেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর বিভিন্ন সময় নির্যাতন চালানো হলেও কোন বিচার হয় না।

তাই এই ধরনের অপরাধ বেড়েই চলছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সুনামগঞ্জের ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

মানববন্ধন শেষে একই দাবিতে হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদের একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাস্ট্রমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

news24bd.tv নাজিম