শিক্ষার্থী খুনের বিচারের দাবিতে মানববন্ধন

শিক্ষার্থী খুনের বিচারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের শ্রীপুরে শাহীন মিয়া (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর খুনের ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

আজ রোববার (২১ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের হালুকাইদ নতুন বাজার এলাকায় এ মানববন্ধনে অংশ নেন কয়েকশত মানুষ। এ সময় তাঁরা অনতিবিলম্বে শাহীন হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।  

নিহতের নানা হায়দার আলী মানববন্ধনে বলেন, স্থানীয় শামসুল হকের ছেলে সজিবসহ কয়েকজন মিলে শাহিনকে নির্মমভাবে হত্যা করেছে।

এ খুনের এক সপ্তাহে পেরিয়ে গেলেও একজন আসামিও ধরা হয়নি। প্রধান আসামি সজিবকে ধরে জিজ্ঞেসাবাদ করলে সকল এ ঘটনার সকল তথ্যই বের হয়ে আসবে। তাই, অতিদ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার জোর দাবি করেন তিনি।  

মানববন্ধনে অংশ নিয়ে নিহতের মা শারমিন আক্তার বলেন, প্রশাসনের কাছে এখন একটাই দাবি, শাহীনের খুনিদের এমন বিচার হতে হবে যেন আর কোনো মায়ের বুক খালি না হয়।


আনুশকাকে ধর্ষণ ও হত্যা: দিহানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ফের পেছালো

সেই ষাটোর্ধ্ব প্রকৌশলীর সঙ্গেই বিয়ের গুঞ্জন পপির

ইসলাম নিয়ে এ কেমন মন্তব্য প্রিয়াঙ্কার, বিতর্ক চরমে

বিএনপি নেতা খন্দকার আহাদ আহমেদ না ফেরার দেশে


ঘটনার সময় শাহীনের সঙ্গে থাকা তারই বন্ধু আহত মোকাররমের পিতা চাঁন মিয়া বলেন, আমার ছেলে সেদিনের হামলাকারীদের অস্ত্রের আঘাতে আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে। আমি এ ঘটনার ন্যায়বিচার কামনা করছি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, এ ঘটনায় মামলা রুজু হওয়ার পর থেকে হত্যাকন্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।  

উল্লেখ্য, গত ১৫ মার্চ সোমবার রাত ১১ টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার হালুকাইদ  গ্রামে ওয়াজ মাহফিল থেকে বাসায় ফেরার পথে রাত ১১টার দিকে পথেমধ্যে পূর্ব শত্রুতার জেরে মাদক সেবীদের হাতে খুন হন শাহীন মিয়া।  

নিহত শাহীন গাজীপুরের ধলিপাড়া এলাকার সোহাগ মিয়ার ছেলে। সে নানার বাড়ি শ্রীপুরের পাবুরিয়াচালা এলাকায় থেকে স্থানীয় পাবুরিয়াচালা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করতো। এ ঘটনার পর থেকে অভিযুক্ত সজিব পলাতক রয়েছেন।  

news24bd.tv / কামরুল