চোখে মরিচের গুঁড়া দিয়ে ব্যবসায়ীর ৩৫ লাখ টাকা ছিনতাই

চোখে মরিচের গুঁড়া দিয়ে ব্যবসায়ীর ৩৫ লাখ টাকা ছিনতাই

Other

শেরপুরে ডিবি পুলিশ পরিচয়ে মোটরসাইকেল থামিয়ে এক ব্যবসায়ীর চোখে মরিচের গুঁড়া দিয়ে ৩৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

আজ দুপুর পৌনে ১২টার দিকে শহরের মধ্যশেরী এলাকায় এ ঘটনা ঘটে।  

ব্যবসায়ী নূর হোসেন সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া গ্রামের আব্দুস ছামাদের ছেলে। তিনি শেরপুর-জামালপুর ব্রহ্মপুত্র সেতুর ইজারাদারের অংশীদার।

ভুক্তভোগী নূর হোসেন বলেন, আজ আমাদের ইজারার কিস্তির তারিখ। এজন্য ভাতিজা লিটন রানাসহ কিস্তির ৩৫ লাখ টাকা নিয়ে সেতুর টোলঘর থেকে মোটরসাইকেলে শেরপুরের ন্যাশনাল ব্যাংকে রওনা দেই। শেরপুর শহরের মধ্যশেরী এলাকায় পৌঁছালে আমাদের মোটরসাইকেল থামিয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয় পাঁচ ব্যক্তি।

তিনি বলেন, তারা মোটরসাইকেলে আমার ভাতিজা লিটনকে হাতকড়া পরিয়ে ফেলে।

এতে বাধা দিতে গেলে তারা আমার চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ৩৫ লাখ টাকার ব্যাগ নিয়ে দুটি মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যায়।


আনুশকাকে ধর্ষণ ও হত্যা: দিহানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ফের পেছালো

সেই ষাটোর্ধ্ব প্রকৌশলীর সঙ্গেই বিয়ের গুঞ্জন পপির

ইসলাম নিয়ে এ কেমন মন্তব্য প্রিয়াঙ্কার, বিতর্ক চরমে

বিএনপি নেতা খন্দকার আহাদ আহমেদ না ফেরার দেশে


এদিকে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, ছিনতাইয়ের সাথে জড়িতদের গ্রেপ্তারে মাঠে কাজ করেছে পুলিশ। এ ঘটনায় সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

news24bd.tv নাজিম