টেকনাফ সীমান্ত থেকে ১৪১ জন রোহিঙ্গাকে ফেরত

ফাইল ছবি

টেকনাফ সীমান্ত থেকে ১৪১ জন রোহিঙ্গাকে ফেরত

নিউজ ২৪ ডেস্ক

কক্সবাজারের টেকনাফ সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে ১৪১ জন মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমকে স্বদেশে ফেরত পাঠিয়েছে বিজিবি।  

রবিবার রাত হতে সোমবার সকাল পর্যন্ত হোয়াইক্যং ও উনছিপ্রাং পয়েন্ট দিয়ে এদের ফেরত পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন বিজিবি ২ ব্যাটলিয়ন অধিনায়ক লে. কর্নেল এস এম আরিফুল ইসলাম।

তিনি বলেন, সীমান্তে দিন রাত টহল জোরদার রয়েছে, ফাকঁফোকর দিয়ে যাতে কোনো বিদেশী বাংলাদেশে ঢুকতে না পারে সে ব্যাপারে সদা সর্তক রয়েছে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা।  
এ ছাড়া এ কাজে বিজিবির পাশাপাশি কোস্টগার্ড এবং পুলিশ বাহিনীর সদস্যরাও কাজ করছেন বলেও তিনি জানান।

এদিকে, রবিবার রাত সোয়া ১০টার দিকে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সামনে চেকপোস্ট বসিয়ে ৭ জন রোহিঙ্গাকে আটক করে। পরে এদেকে বিজিবির নিকট হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন ফাঁড়ি ইনচার্জ এস আই মাহির উদ্দিন খান।

সম্পর্কিত খবর