ভিন্ন রূপে রাতের ঢাকা, এ যেন আলোর নগরী

Other

ভিন্ন রূপে রাতের ঢাকা। এ যেন আলোর নগরী। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আর বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে নানা রংয়ের আলোয় সেজেছে শহর। গুরুত্বপূর্ণ সড়ক আর সরকারি-বেসরকারি ভবনের আলোকসজ্জা উপভোগে গভীর রাতেও পরিবারকে সঙ্গে নিয়ে ভীড় করছেন অনেকেই।

 

স্বাগত আলোর শহরে। নানা রঙয়ের আলোয় মনোমুগ্ধকর দৃশ্য। আলোর ক্যানভাসে ফুটিয়ে তোলা হয়েছে ইতিহাসের নানা পর্বের প্রতিচ্ছবি।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আর বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন করছে গোটা জাতি।

বাংলাদেশ ভ্রমণে বিদেশী অতিথিরা, নানা আয়োজন দেশে-বিদেশে।  


আনুশকাকে ধর্ষণ ও হত্যা: দিহানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ফের পেছালো

সেই ষাটোর্ধ্ব প্রকৌশলীর সঙ্গেই বিয়ের গুঞ্জন পপির

ইসলাম নিয়ে এ কেমন মন্তব্য প্রিয়াঙ্কার, বিতর্ক চরমে

বিএনপি নেতা খন্দকার আহাদ আহমেদ না ফেরার দেশে


নগরীর গুরুত্বপূর্ণ সড়ক আর সরকারি-বেসরকারি ভবনে রাতভর আলোর খেলা। রাতের ঢাকার মনোমুগ্ধকর ভিন্ন এই রূপ উপভোগে পরিবার-পরিজন নিয়ে ভিড় করছেন অনেকেই।

উৎসবের এই উপলক্ষ্যে বাড়তি মাত্রা যোগ করেছে রাতের ঢাকার এই চিত্র।

news24bd.tv / কামরুল