ধানমন্ডির সড়কের ফুটপাত সংস্কার ও ড্রেন নির্মাণ কাজ শেষ করা নিয়ে অনিশ্চয়তা

ধানমন্ডির সড়কের ফুটপাত সংস্কার ও ড্রেন নির্মাণ কাজ শেষ করা নিয়ে অনিশ্চয়তা

Other

গেল কয়েক মাস ধরে রাজধানীর ধানমন্ডি ২৭ নাম্বার সড়কে চলছে ফুটপাত সংস্কার ও ড্রেন নির্মাণ কাজ। কিন্তু কবে এ কাজ শেষ হবে কেউ জানে না। সড়কে মাটি ও ধুলির স্তর পড়ে গেছে। আর এতে ধুলায় পায়ে হেটে চলাচল দুর্বিসহ হয়ে পড়েছে সড়ক ব্যবহারকারীদের।

চলমান প্রকল্পের কাজের মান নিয়ে অভিযোগ রয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

দক্ষিণ সিটি কর্পোরেশনের বৃহৎ প্রকল্পের আওতায় রাজধানী ধানমন্ডির ২৭ নাম্বার সড়ক এ চলছে ফুটপাত উন্নয়ন ও ড্রেন নির্মান কাজ।

অভিযোগ আছে গত কয়েক মাস ধরে রাস্তার উভয় অংশজুড়ে নির্মাণ সামগ্রী ফেলে রাখা হয়েছে। সড়ক জুড়ে মাটি ও ধুলির স্তর পড়ে ধুলায় নাকাল স্থানীয়রা।

এছাড়া চলমান কাজের মান নিয়েও অভিযোগ আছে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে।


কঠোর নিয়ন্ত্রণ কৌশলে সরকার, হবে না ছুটি বা লকডাউন

ইতিহাস গড়ার ম্যাচে আলো ছড়ালেন মেসি

১২ দেশ থেকে ভ্রমণের নিষেধাজ্ঞা আরোপ করল পাকিস্তান

‘বিয়ের আশ্বাস পেয়ে’ স্বামীকে তালাক, চার বছর ধরে চলে ধর্ষণ


দেখা যায় ইটের খোয়া চালনি দিয়ে চেলে দেয়ার কথা থাকলেও ময়লা আবর্জনাসহই এসব ইটের খোয়া দিয়ে ড্রেন ঢালাই কাজ করছে মিস্ত্রী।

আবার বাসা-বাড়ির পয়ঃবর্জ্য বেরিয়ে যাওয়ার পথ হিসেবে বৃষ্টির পানির ড্রেন ব্যবহারের করছেন স্থানীয়রা। এসব অনিয়মের সাথে কাজের ঠিকাদার সাবেক কাউন্সিলর জড়িত। এমন অভিযোগ রয়েছে স্থানীয় কাউন্সিলর এর।

অনিয়মের বিষয় টেলিফোনে জানালে প্রকল্পটি তার নয় বলে জানান ধানমন্ডি ১৫ নাম্বার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

এদিকে ধুলাবালি থেকে রেহাই দিতে প্রতিদিন পানি ছিটানো সহ টেকসই ড্রেন ও ফুটপাত নির্মাণ নিশ্চিতের দাবি ধানমন্ডিবাসীর।

news24bd.tv আয়শা