শাল্লার হিন্দু পল্লীতে হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

শাল্লার হিন্দু পল্লীতে হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

Other

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হিন্দু পল্লীতে হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদ এর আয়োজন করে। এসময় তারা হিন্দু পল্লীতে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদের সভাপতি ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ধনঞ্জয় কুমারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, আইসিটি বিভাগের অধ্যাপক ড.পরেশ চন্দ্র বর্মণ, বাংলা বিভাগের অধ্যাপক ড. গৌতম কুমার দাস এবং ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক শফিকুল ইসলাম।


কঠোর নিয়ন্ত্রণ কৌশলে সরকার, হবে না ছুটি বা লকডাউন

ইতিহাস গড়ার ম্যাচে আলো ছড়ালেন মেসি

১২ দেশ থেকে ভ্রমণের নিষেধাজ্ঞা আরোপ করল পাকিস্তান

‘বিয়ের আশ্বাস পেয়ে’ স্বামীকে তালাক, চার বছর ধরে চলে ধর্ষণ


এছাড়াও শাখা ছাত্রলীগের নেতা তন্ময় সাহা টনি, ফয়সাল সিদ্দিকী আরাফাত ও নাসিম আহমেদ জয়সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এসময় তারা বলেন, “বাংলাদেশে একের পর এক সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে। ঘটনার পর কয়েকদিন বিচারের দাবিতে আন্দোলন হলেও নির্দিষ্ট সময়ের পর সব থেমে যায়।

তবে এ ঘটনা থামে না, বরাবরের মতই চলতে থাকে। আমরা চাই শাল্লার এই ঘটনা সংখ্যালঘু নির্যাতনের সর্বশেষ ঘটনা হোক। তাই এর সাথে জড়িদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। ”

news24bd.tv আয়শা