লকডাউন নিয়ে ‘অসত্য ও বিভ্রান্তিকর’ তথ্য ছড়ালে কঠোর ব্যবস্থা: সরকার

লকডাউন নিয়ে ‘অসত্য ও বিভ্রান্তিকর’ তথ্য ছড়ালে কঠোর ব্যবস্থা: সরকার

নিজস্ব প্রতিবেদক

দেশে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্ত হয়েছেন ২ হাজার ৮০৯ জন। রোববার (২১ মার্চ) মৃতের সংখ্যা ছিলো ২২ জন।

আর শনাক্ত ২ হাজার ১৭২ জন।  

প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকার হয়তো আবারো লকডাউনের দিকে যাচ্ছে-সামাজিক যোগাযোগ মাধ্যমে গত দুদিন ধরে এমন একটি তথ্য ভেসে বেড়াচ্ছে। এতে করে জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে। আর এই বিভ্রান্তি দূর করতে সোমবার (২২ মার্চ) সরকারের এক তথ্যবিবরণীতে বিষয়টি স্পষ্ট করা হয়।

এতে বলা হয়, “করোনাভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাবের কারণে দেশে লকডাউন বা সরকারি সাধারণ ছুটি নিয়ে জনমনে বিভ্রান্তি দেখা যাচ্ছে। সরকার সুস্পষ্টভাবে জানাচ্ছে যে, করোনাভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাবের কারণে লকডাউন বা সরকারি ছুটির বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। ”


করোনায় দেশে আরও ৩০ জনের মৃত্যু

সাংবাদিক আতিকউল্লাহ খানের মৃত্যুতে রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর শোক

ইসরাইলে রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি হতে পারে: জরিপ

হঠাৎ দেশে ফিরছেন সাকিব


তথ্যবিবরণীতে আরও বলা হয়, “একটি মহল অসৎ উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে  ২০২০ সালের ২৩ মার্চে প্রকাশিত সরকারি ঘোষণার পুরানো ভিডিও ভাইরাল করেছে” জানিয়ে সোমবারের তথ্য বিবরণীতে বলা হয়, এ ধরনের ‘অসত্য ও বিভ্রান্তিকর’ তথ্য প্রচারে জড়িতদের বিষয়ে সরকার ‘কঠোর ব্যবস্থা’ নেবে।

news24bd.tv নাজিম