বিরল প্রজাতির গাছ দেখে থমকে দাড়ায় পথিক

বিরল প্রজাতির গাছ দেখে থমকে দাড়ায় পথিক

Other

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাতেমপুর শাহী মসজিদ সংলগ্ন দক্ষিন পাশের পুকুর পাড়ে দাড়িয়ে আছে ২ টি বিরল প্রজাতির গাছ । শতবর্ষী এ গাছ দুটিতে প্রতিবছর ফাল্গুনে নতুন পাতা বের হয় যা দেখতে লাল রঙের। চলার পথে সৌন্দর্য পিপাসু পথিকেরা এর সৌন্দর্য অবলোকন করেন। এ লাল রঙের পাতা পরবর্তিতে সবুজ রং ধারন করে এবং এতে অনেকটা গাব গাছের ফুলের মত দেখতে ফুল ধরে তবে কোনও ফল হতে দেখা যায় না।

 


দশ বছর আগে যা ঘটেছে তার জন্য আমি দায়ী নই : প্রভা

‘চুম্বন বা অন্তরঙ্গ দৃশ্যয়নের আগে একান্তে সময় কাটাই’

ছোট ভাইয়ের মৃত্যুর পর তার স্ত্রীকে অন্তঃসত্ত্বা করলো ভাসুর!

চুম্বনের দৃশ্যের আগে ফালতু কথা বলতো ইমরান : বিদ্যা


 

ফুলের সৌরভে এলাকা বহুদুর পর্যন্ত সুরভিত থাকে। এর পাতা ও আকার-আকৃতি দেশীও গাব গাছের মত দেখতে অনেকে একে গাব গাছ মনে করলেও এটি মূলত অন্য প্রজাতির একটি গাছ।  

জনশ্রুতি আছে এ বিরল প্রজাতির গাছ দুটি মুঘল বাদশা আকবরের শাহ কুতুব (হাতে খড়ি নেয়া হয় যে গুরুর কাছে) হাতেম শাহ ভারতবর্ষ থেকে এনে লাগিয়ে ছিলেন। মসজিদটি তিনিই প্রতিষ্ঠা করেন গ্রামটির নাম করনও তাঁর নামে করা হয়।

প্রখ্যাত ঐতিহাসিক সতিশ মিত্রের "যশোর খুলনার ইতিহাস " বইয়ে এর বিবরণ পাওয়া যায়। তাঁর মাজারটি এখানে বিদ্যমান।  

news24bd.tv/আলী