খেলতে গিয়ে গোলায় আটকে ৫ শিশুর মৃত্যু

খেলতে গিয়ে গোলায় আটকে ৫ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

খেলার সময় লোহার শস্য গোলায় আটকা পড়ে দমবন্ধ হয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। গত রবিবার ভারতের রাজস্থানের বিকান জেলার হিম্মতসর গ্রামে এই ঘটনা ঘটে। খবর এএনআই-এর।

এলাকার সার্কেল অফিসার (সিও) পবন ভাদুরিয়া বলেন, খেলার সময় শিশুরা ওই বাড়িতে রাখা লোহার তৈরি একটি শস্য গোলায় ঢুকে মুখ বন্ধ করে দেয়, তারপর তারা আর বের হতে পারেনি।

যখন এ ঘটনা ঘটে তখন ওই বাড়িতে কেউ ছিল না, তাই সময়মতো তাদের উদ্ধারও করতে পারেনি।


আরও পড়ুনঃ


নেত্রকোনায় বেগুনের বাম্পার ফলন

সাকিবকে ধন্যবাদ আলোচনাটা শুরু করার জন্য

‘নেত্রী দ্য লিডার’ এর জন্য গোফ ফেলেও ভাইরাল অনন্ত জলিল

পত্রিকার সাংবাদিকগুলো বিসিএস ক্যাডার চাকরিটাকে বিশাল কিছু বানিয়ে ফেলেছেন


পুলিশ জানিয়েছে, ভীয়ারাম ও তার স্ত্রী কাজ শেষে দুপুরে মাঠ থেকে ফিরে আসে। শিশুদের মা সন্তানদের খোঁজ শুরু করে পাচ্ছিলেন না। এরপর প্রায় ৪টার দিকে গোলার মুখ খুলে ভেতরে নিজের চার সন্তান ও ভাতিজিকে দেখতে পান তিনি।

 

নিহত পাঁচজন হল সেবারাম (৪), রাধা (৫), রাভিনা (৭), পুনম (৮) ও মালি। তাদেরকে নিকটবর্তী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।

news24bd.tv / নকিব

এই রকম আরও টপিক