জীবন কি? এর উত্তর মানুষ কোনদিন খুঁজে পাবে না

আব্দুন নূর তুষার

জীবন কি? এর উত্তর মানুষ কোনদিন খুঁজে পাবে না

Other

এ জগত রহস্যময়। যা দেখি, তার চেয়ে কোটিগুণ বেশি আমরা দেখতে পাই না। পায়ের নীচে মাটিতে কি ঘটে চলেছে, কি হচ্ছে দূর আকাশে? আমরা জানি না।

এক অজানা জীবন প্রতি মুহূর্তে আমাদের সামনে তার পর্দা উন্মোচন করতে থাকে।

এক দিন আগে যে সুস্থ ছিল, একদিন পরে সে মুমূর্ষু হয়ে যায়। গতকাল যে রাজা ছিল, আজ সে ভিখারী হয়ে যায়।

জীবন একসময় ফুরিয়ে যায়। হয়তো ফুরায় না।

এখানে অস্ত যাচ্ছে যে সূর্য, সে হয়তো কোথাও উদিত হয় নবরাগে।

কনশাসনেস বা অনুভবের যে জগত সে জগতকে আমরা ব্যাখ্যা করি আমাদের ইন্দ্রিয়লব্ধ অনুভুতি দিয়ে। হয়তো এর পুরোটাই ভুল।

হয়তো এই পৃথিবী সাদাকালো। আমাদের চোখের ভুলে আমরা রং দেখি।

হয়তো এ পৃথিবী একটি বিন্দু। আমাদের চোখ এটাকে বড় করে দেখে।

হয়তো অসীম সংখ্যক সমান্তরাল জগতে একই সাথে আমার মতো মানুষেরা বেঁচে আছে।

সেখানে হয়তো আমি এখানে যা তেমনটা নই।

অসীম ভাবনার যে জীবন সে জীবন, জীবন নিয়ে ভাবার সময় দেয় না।

প্রতিনিয়ত দৌঁড়াতে গিয়ে আমরা থেমে থাকার আনন্দ ভুলে যাই।

আমরা কর্মবীর হতে গিয়ে নন্দলালের শুয়ে থাকা জীবনটা বুঝতে পারি না, যেমন নন্দলাল বোঝে না এত কাজ করে কি লাভ?

সাদা গন্ডার সুদান মরে গেল, ল্যাবে প্রজনন না হলে বিলুপ্ত হয়ে যাবে এই প্রজাতি।

নিজেকে সুদানের জায়গায় কল্পনা করে দেখলে বুঝবেন, জীবন আসলে কেবলি মৃত্যুর গল্প। শেষ মানুষটি আমি হলেই কেবল আমি বুঝতাম জীবন বলে কিছু নেই। পুরোটাই মৃত্যু। সেটাই স্থায়ী।


করোনায় দেশে আরও ৩০ জনের মৃত্যু

সাংবাদিক আতিকউল্লাহ খানের মৃত্যুতে রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর শোক

ইসরাইলে রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি হতে পারে: জরিপ

হঠাৎ দেশে ফিরছেন সাকিব


আমরা যার যার মতো কেবল বেঁচে থাকি। জীবনটাকে না বুঝেই জীবন পার করি।

শিখিয়ে দেয়া স্বাধীনতার বুলি কপচাই, কিন্তু স্বাধীনতা কোনদিন পাই না। প্রতারিত হই আবার প্রতারিত হবার জন‍্য প্রস্তুতি হিসেবে।

ভালোবাসার কবিতা পড়ি কিন্ত ভালোবাসা কি সেটা না বুঝেই চলে যাই জীবনের দরজার অন্য পাশে। জীবন কি? এর উত্তর মানুষ কোনদিন খুঁজে পাবে না।  আব্দুন নূর তুষার, মিডিয়া ব্যক্তিত্ব।  

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক