পাঁচ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি রোহিঙ্গা ক্যাম্পের আগুন

পাঁচ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি রোহিঙ্গা ক্যাম্পের আগুন

অনলাইন ডেস্ক

বাতাসের গতি বেশি থাকায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের আগুন ছড়িয়ে পড়ছে। ফলে ঘটনার পাঁচ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। এদিকে আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি ও ফায়ার সার্ভিস কাজ করছে বলে জানা গেছে।

সূত্র জানায়, আগুনে প্রায় ৩ হাজার বসতি পুড়ে গেছে।

তবে এখন পর্যন্ত হতাহতের সঠিক তথ্য জানা যায়নি।


ধান ক্ষেতে ফেলে গৃহবধূকে পেটানোর ভিডিও ভাইরাল

কিশোরীকে গণধর্ষণের পর ৬০ টাকা ধরিয়ে দিল অভিযুক্তরা

অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে ভয়াবহ বন্যা সতর্কতা

বিএনপি যুদ্ধাপরাধীদের প্রতিষ্ঠিত করেছে: চীফ হুইপ


এর আগে সোমবার (২২ মার্চ) বিকেল তিনটার দিকে বালুখালী ক্যাম্পে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উখিয়া স্টেশন, রামু স্টেশন ও কক্সবাজার স্টেশনের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ তানজীম জানান, সেনাবাহিনী ও বিজিবি আগুন নেভাতে কাজ করছে।

news24bd.tv তৌহিদ