ইরানের তেল উৎপাদন বেড়েছে ৩০ শতাংশ

ইরানের তেল উৎপাদন বেড়েছে ৩০ শতাংশ

অনলাইন ডেস্ক

ইরানের তেল উৎপাদন বেড়েছে ৩০ শতাংশ। ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় তেল কোম্পানির দক্ষিণাঞ্চলীয় ব্যবস্থাপনা পরিচালক আহমদ মোহাম্মাদি জানিয়েছেন, বিদায়ী ফার্সি বছরের দ্বিতীয়ার্ধে তার কোম্পানির উৎপাদন ক্ষমতা শতকরা ৩০ ভাগ বেড়েছে।  

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেয়া সাক্ষাৎকারে এই শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এ তথ্য জানান। তিনি আশা করেন, নতুন ফার্সি বছরে তার কোম্পানির তেল উৎপাদনের ক্ষমতা আরো শতকরা ১০ ভাগ বাড়বে।

 


আইসিইউ থেকে কাজী হায়াতের ভিডিও বার্তা (ভিডিও)

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, শুরুতেই শূন্য রানে লিটনের বিদায়

সবার চোখ ফাঁকি দিয়ে বিমানবন্দর ছাড়লেন সাকিব

পছন্দের মানুষকে বিয়ে করতে দোয়া করা জায়েজ কি?


তিনি বলেন, তেল উৎপাদনের সক্ষমতা কমে যাওয়া ঠেকানোর পাশাপাশি আরো ১০ ভাগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে ইরানের মোট উৎপাদনের সঙ্গে  প্রতিদিন বাড়তি তিন লাখ ব্যারেল তেল যোগ হবে।

আহমদ মোহাম্মাদি বলেন, মার্কিন নিষেধাজ্ঞা আরোপের আগে তার দেশ যত পরিমাণ তেল উত্তোলন করতো তত পরিমাণ আবার উৎপাদন করার জন্য তার দেশ প্রস্তুত রয়েছে। তিনি বলেন, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরপরই তেল উত্তোলন বাড়ানো হবে।

news24bd.tv আয়শা