বসন্ত আমাকে খুব একটা টানে না

বসন্ত আমাকে খুব একটা টানে না

Other

ঘুম আসছে না। ভাবলাম কিছু লিখি। লিখতে গেলে ভাবতে হয়। ভাবনা ছাড়া লেখা হয় না।

যা হয় তা শুধু কিছু শব্দের জোড়াতালি। কিন্তু লেখাগুলো ঘুমের চেয়েও অনেক বেশি বেয়ারা। কোনো বাক্য দূরে থাকে শব্দও আসতে চায় না।  

ঘুম আসার জন্য ওষুধ খাবার যেমন অভ্যাস নেই, তেমনি জোর করে কিছু লেখার অভ্যাসও আমার নেই।

আগে একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলাম। চারপাশে অনেক কিছু দেখতাম,জানতাম, বুঝতাম। লিখার জন্য সময়’টাই যথেষ্ট ছিল। চট করে কোনো না কোনো লেখার উপাদান পেয়ে যেতাম। যদিও এর বেশিরভাগই ছিল রাজনৈতিক।  


প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা: বিস্ফোরক আইনের মামলায় ১৪ জনের ফাঁসি

বিসিএস পরীক্ষা দেয়ার অনুমতি না দেয়ায় এসআই হাসানের আত্মহত্যা!

জাতীয় স্মৃতিসৌধে ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সৎ মেয়ের সঙ্গে যৌন কেলেঙ্কারী, স্বামীর ‘বিশেষ অঙ্গ’ কাটলেন স্ত্রী


 

এখন পুনরায় প্রবাস জীবন। দূর থেকে যা দেখি সব ঝাপসা। ঝাপসা দেখে লিখলে লেখার মেরুকরণগুলো ঝাপসাই হবে। তাই ঝাপসা কিছু না লেখায় ভালো। তাই যারা আমাকে প্রতিনিয়ত লিখতে বলছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।  

এখন শুধুই আমার একার সংগ্রাম। এই সংগ্রামে যদি  বেঁচে থাকি, সফল হই তাহলে হয়তো আবার দেখা হবে কোনো ঝড়ের রাতে। একসাথে যুদ্ধ করে টিকে থাকার সংগ্রামে। আমি ঝড়ের রাতের বিদগ্ধ সহযোদ্ধা। বসন্ত আমাকে খুব একটা টানেনা।

(ফেসবুক থেকে)

news24bd.tv/আলী