মোদির কুশপুত্তলিকা ছিনিয়ে নিয়ে সটকে পড়লো ছাত্রলীগ

মোদির কুশপুত্তলিকা ছিনিয়ে নিয়ে সটকে পড়লো ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে গণসংহতি আন্দোলনের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল করেছে।

মিছিলটি নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আসে। কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভকারীরা মোদির কুশপুত্তলিকা দাহের প্রস্তুতি নিচ্ছিলো।  

এমন সময় ছাত্রলীগের ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী এসে কুশপুত্তলিকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে দ্রুত সেখান থেকে চলে যায়।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা গণমাধ্যমকে বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে আমরা কুশপুতুল পোড়ানোর কর্মসূচি দেই। সেই লক্ষ্যে আমরা একটি কুশপুতুল টিএসসি গেইটে রাখি। তখন রাজু ভাস্কর্য থেকে ছাত্রলীগের ২৫-৩০ জন নেতাকর্মী এসে কুশপুতুল ছিনতাই করে নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। ’


যদি কিছু ঘটাতে আসেন, বলে দিচ্ছি আত্মহত্যা করবো: ফেসবুক লাইভে কাদের মির্জা

শাল্লার ঘটনায় অনন্তকালের তদন্ত চাই না : জাফরুল্লাহ চৌধুরী

অভাবে গরুর বদলে লাঙ্গল টানছেন দুই বৃদ্ধ

সাধ্যের মধ্যে ৮ জিবি র‍্যামের রেডমি ফোন


অভিযোগের বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ‘আমাদের প্রতিবেশী দেশের একজন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি আমাদের দেশে আসছেন।

তার আগমনকে আমরা স্বাগত জানাই। কারা তার কুশপুতুল নিয়ে গেছে আমি জানি না। ’

news24bd.tv নাজিম