চলতি মৌসুমে যশোরে আশানুরূপ পটল উৎপাদন

Other

চলতি মৌসুমে যশোরে আশানুরূপ পটল উৎপাদন হয়েছে। স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় এই সবজি চাষে আগ্রহী হয়ে উঠেছেন অনেকে। বাজার দর চড়া থাকায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষকরা । স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার পটল সরবরাহ করা হচ্ছে বিভিন্ন জেলায়।

যশোরের সাতমাইল, খাজুরা, নোঙরপুর, তীরের হাট, আব্দুল্লাহপুরসহ বেশ কয়েকটি  স্থানে পটলের আবাদ করেছেন কৃষকরা। এরই মধ্যে ক্ষেত থেকে পটল তুলে বিক্রি করাও শুরু  করেছেন তারা।

কৃষকরা জানান, এ বছর আবহাওয়া অনুকূলে হওয়ায় পটলের আশানুরূপ উৎপাদন হয়েছে । বাজারে ভালো দাম পেয়ে খুশি তারা।


ওরা খেলার আগে বলে এটা করবে, সেটা করবে: বিসিবি সভাপতি

বিরাটনগর – সৈয়দপুর সরাসরি ফ্লাইট চায় নেপাল

ধান ক্ষেতে ফেলে গৃহবধূকে পেটানোর ভিডিও ভাইরাল

কিশোরীকে গণধর্ষণের পর ৬০ টাকা ধরিয়ে দিল অভিযুক্তরা


স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় অনান্য সবজির চেয়ে পটল চাষে আগ্রহী হয়ে উঠেছেন অনেকে।

নিরাপদ সবজি চাষে কৃষকদের সব ধরনের সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ।

গেল বছর যশোর সদর উপজেলায় ৩২০ হেক্টর জমিতে পটল চাষ হয়েছিল। এবছর আবাদ  হয়েছে ৩৬৫ হেক্টর জমিতে।

news24bd.tv তৌহিদ