শপথ নিয়ে ফের কারাগারে কাউন্সিলর

শপথ নিয়ে ফের কারাগারে কাউন্সিলর

অনলাইন ডেস্ক

দেশের সবচেয়ে বড় বগুড়া পৌরসভা নির্বাচনে জয়ী কাউন্সিলর আমিনুল ইসলাম মঙ্গলবার প্যারোলে মুক্ত হয়ে শপথ নিয়ে আবার কারাগারে গেলেন।   গত ২৮ ফেব্রুয়ারি এ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়।

সেই নির্বাচনে বগুড়া পৌর এলাকার ১৫নং ওয়ার্ড থেকে উঠপাখি প্রতীকে নির্বাচনে করে জয়লাভ করেন।

১৫নং ওয়ার্ডে আমিনুল ইসলাম উটপাখি প্রতীকে ৫ হাজার ১৪৭ ভোট পেয়ে নির্বাচিত হোন।

মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভার্চুয়ালী শপথ নেন কাউন্সিলর আমিনুল ইসলাম। তাকে ভার্চুয়ালী রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর তাঁর কার্যালয় থেকে শপথবাক্য পাঠ করান।


ওরা খেলার আগে বলে এটা করবে, সেটা করবে: বিসিবি সভাপতি

বিরাটনগর – সৈয়দপুর সরাসরি ফ্লাইট চায় নেপাল

ধান ক্ষেতে ফেলে গৃহবধূকে পেটানোর ভিডিও ভাইরাল

কিশোরীকে গণধর্ষণের পর ৬০ টাকা ধরিয়ে দিল অভিযুক্তরা 


এদিকে গতকাল মঙ্গলবার রাজশাহীতে শপথ নিয়েছেন বগুড়া পৌরসভাসহ রাজশাহী বিভাগের বিভিন্ন পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা। রাজশাহী জেলা শিল্পকলা একাডেমীতে শপথ বাক্য পাঠ করানো হয়।

উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলে দুই গ্রুপের সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটর মালিক গ্রুপের বর্তমান সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গ্রুপ ও সাবেক আহ্বায়ক জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন গ্রুপ জড়ায়। সেই ঘটনার দিন রাতে উভয়পক্ষ থানায় মামলা করে।

সেই মামলায় বগুড়ায় হাইকোর্টের নথি জালিয়াতি করে ‘ভুয়া আগাম জামিন’ আদেশ তৈরির মামলায় কাউন্সিলর আমিনুল ইসলামসহ ৩০ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

news24bd.tv তৌহিদ